আরুরি হত্যাকাণ্ড ওয়াশিংটনের জন্য হিতে বিপরীত হবে: ইরানি প্রতিরক্ষামন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i132916-আরুরি_হত্যাকাণ্ড_ওয়াশিংটনের_জন্য_হিতে_বিপরীত_হবে_ইরানি_প্রতিরক্ষামন্ত্রী
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আশতিয়ানি বলেছেন, আমেরিকা নিজেই মধ্যপ্রাচ্যে তার নিজের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনছে। তিনি বলেন, “আমেরিকা আমাদের অঞ্চলে ঢুকে এখানকার ভারসাম্য নষ্ট করেছে। এর প্রতিক্রিয়ায় বিরূপ প্রভাব পড়বে এবং মার্কিনীরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে।” 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ০৩, ২০২৪ ২০:২৬ Asia/Dhaka
  • ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আশতিয়ানি
    ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আশতিয়ানি

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আশতিয়ানি বলেছেন, আমেরিকা নিজেই মধ্যপ্রাচ্যে তার নিজের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনছে। তিনি বলেন, “আমেরিকা আমাদের অঞ্চলে ঢুকে এখানকার ভারসাম্য নষ্ট করেছে। এর প্রতিক্রিয়ায় বিরূপ প্রভাব পড়বে এবং মার্কিনীরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে।” 

 

 

আজ (বুধবার) রাজধানী তেহরানে মন্ত্রিসভার অধিবেশনের অবকাশে জেনারেল আশতিয়ানি এসব কথা বলেন। তিনি বলেন, আমেরিকা এ অঞ্চলে কৌশলগত ভুল করেছে এবং এই ভুল পদক্ষেপ ওয়াশিংটনের জন্য হিতে বিপরীত হবে। ইরানি প্রতিরক্ষা মন্ত্রী জোর দিয়ে বলেন, এ অঞ্চলের প্রতিরোধকামী সংগঠনগুলোর বিরুদ্ধে আমেরিকা যে চক্রান্তমূলক তৎপরতা চালাচ্ছে তা কেবল মার্কিন নীতির বিরুদ্ধে প্রতিরোধকামীদের ঐক্যকে জোরদার করবে।

গতকাল লেবাননের রাজধানী বৈরুতে ইহুদিবাদী ইসরাইলের সন্ত্রাসী হামলায় শহীদ হন হামাসের শীর্ষ পর্যায়ের নেতা সালেহ আল-আরুরি। হামাসের পলিট ব্যুরোর অন্যতম সদস্য ইজ্জত আর-রিশক এ ঘটনাকে কাপুরুষোচিত হত্যাকাণ্ড বলে মন্তব্য করেছেন।#

পার্সটুডে/এসআইবি/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।