‘ফিলিস্তিনি যোদ্ধারা ভবিষ্যতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করবে’
https://parstoday.ir/bn/news/iran-i133088
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির একজন সিনিয়র কমান্ডার বলেছেন, ইসরায়েলি বিমান হামলা প্রতিহত করার জন্য ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা একদিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করবে। তিনি আরো বলেছেন, ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর শক্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জানুয়ারি ০৮, ২০২৪ ০৯:৩৪ Asia/Dhaka
  • ব্রিগেডিয়ার জেনারেল ইরাজ মাসজেদি
    ব্রিগেডিয়ার জেনারেল ইরাজ মাসজেদি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির একজন সিনিয়র কমান্ডার বলেছেন, ইসরায়েলি বিমান হামলা প্রতিহত করার জন্য ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা একদিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করবে। তিনি আরো বলেছেন, ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর শক্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

আইআরজিসির কুদস ফোর্সের শীর্ষস্থানীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ইরাজ মাসজেদি রোববার তেহরানে অনুষ্ঠিত এক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা জানান। তিনি বলেন, “ফিলিস্তিনিরা আজ শুধু রকেট দিয়ে যুদ্ধ করছে কিন্তু এমন দিন আসবে যখন তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হস্তগত করবে এবং ইহুদিবাদী সেনাদেরকে বিমান হামলা চালাতে দেবে না।”

জেনারেল মাসজেদি বলেন, ফিলিস্তিনি প্রতিরোধ গ্রুপগুলো গাজা যুদ্ধে ইসরাইলি বাহিনীর ভয়াবহ ক্ষতি করেছে। স্পেশাল গোলানি ব্রিগেডসহ ইসরাইলের ছয়টি ব্রিগেড ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে প্রচণ্ড মার খেয়েই গাজা থেকে সরে গেছে বলে তিনি মন্তব্য করেন।

জেনারেল মাসজেদি এর আগে ইরাকে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। মধ্যপ্রাচ্যে তৎপর ইহুদিবাদ ও সাম্রাজ্যবাদ বিরোধী প্রতিরোধ অক্ষের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তিনি রোববারের সম্মেলনে দেয়া বক্তব্যে আরো বলেন ইরানের সমর্থনপুষ্ট প্রতিরোধ গ্রুপগুলো চূড়ান্তভাবে শত্রুদের পরাজিত করবে।#

পার্সটুডে/এমএমআই/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।