ইয়েমেনি যোদ্ধাদের অবশ্যই বলদর্পী বিশ্বকে আরেকটি শিক্ষা দিতে হবে
https://parstoday.ir/bn/news/iran-i133246-ইয়েমেনি_যোদ্ধাদের_অবশ্যই_বলদর্পী_বিশ্বকে_আরেকটি_শিক্ষা_দিতে_হবে
বীর ইয়েমেনকে আজ শুধু মুসলিম দেশ কিংবা ইরান নয় বরং বিশ্বের সকল মুক্তমনা মানুষ সমর্থন করছে। তেহরানের জুমার নামাজের খতিব সাইয়্যেদ মুহাম্মাদ হাসান আবু তোরাবিফার্দ আজ ওই মন্তব্য করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ১২, ২০২৪ ১৮:৪৪ Asia/Dhaka
  • সাইয়্যেদ মুহাম্মাদ হাসান আবু তোরাবিফার্দ
    সাইয়্যেদ মুহাম্মাদ হাসান আবু তোরাবিফার্দ

বীর ইয়েমেনকে আজ শুধু মুসলিম দেশ কিংবা ইরান নয় বরং বিশ্বের সকল মুক্তমনা মানুষ সমর্থন করছে। তেহরানের জুমার নামাজের খতিব সাইয়্যেদ মুহাম্মাদ হাসান আবু তোরাবিফার্দ আজ ওই মন্তব্য করেন।

আমেরিকার বিমান বাহিনী কমান্ড এক বিবৃতিতে ঘোষণা করেছে: তাদের আর্মি কমান্ড হেডকোয়ার্টার্সের আদেশে তারা আজ (শুক্রবার) স্থানীয় সময় ভোরবেলায় ওই হামলা চালিয়েছে। তারা ইয়েমেনের ন্যাশনাল আর্মির ১৬ টি দফতরের ৬০ টিরও বেশি লক্ষ্যবস্তুতে ১০০টি গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।  

ওই হামলার নিন্দা জানিয়ে আবু তোরাবিফার্দ আরও বলেন: ইয়েমেনি যোদ্ধাদের অবশ্যই বলদর্পী বিশ্বকে আরেকটি শিক্ষা দিতে হবে। বিশিষ্ট এই আলেম বলেন: সর্বাধুনিক অস্ত্রে সজ্জিত অপরাধীরা ইয়েমেনে আজ যে হামলা চালিয়েছে তা প্রমাণ করছে গাজায় চূড়ান্ত পরাজয় থেকে তারা শিক্ষা নেয় নি।

জুমার ইমাম বলেন: ইহুদিবাদী ইসরাইলকে মদদ জোগাচ্ছে বিশ্বের বলদর্পী শক্তি বিশেষ করে আমেরিকা। কিন্তু প্রতিরোধ শক্তি গাজায় তাদের সকল অহংকার ধূলিস্যাৎ করে দিয়েছে। বিশেষ করে আমেরিকাকে একটি নিশ্চিত পরাজয়ের গভীর অচলাবস্থার মধ্যে ফেলে দিয়েছে।#

পার্সটুডে/এনএম/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।