ফিলিস্তিনিরা গাজায় ইহুদিবাদী অপরাধের মোকাবেলায় বিজয়ী: আহমাদ খাতামি
https://parstoday.ir/bn/news/iran-i135366-ফিলিস্তিনিরা_গাজায়_ইহুদিবাদী_অপরাধের_মোকাবেলায়_বিজয়ী_আহমাদ_খাতামি
তেহরানের জুমার নামাজের খতিব গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলি অপরাধযজ্ঞের নিন্দা জানিয়েছেন। আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি আরও বলেছেন: গাজা যুদ্ধের সময় আমরা এ অঞ্চলে মার্কিন সমর্থিত ইহুদিবাদী ইসরাইলের চূড়ান্ত বর্বরতা ও অপরাধের চরম রুপ লক্ষ্য করেছি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ০৮, ২০২৪ ১৯:১৪ Asia/Dhaka
  • আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি
    আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি

তেহরানের জুমার নামাজের খতিব গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলি অপরাধযজ্ঞের নিন্দা জানিয়েছেন। আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি আরও বলেছেন: গাজা যুদ্ধের সময় আমরা এ অঞ্চলে মার্কিন সমর্থিত ইহুদিবাদী ইসরাইলের চূড়ান্ত বর্বরতা ও অপরাধের চরম রুপ লক্ষ্য করেছি।

অপরদিকে গাজার মজলুম জনগণের প্রতিরোধের চিত্রও দেখেছি। তবে আমরা নিশ্চিত যে এই রণক্ষেত্রে গাজার জনগণই বিজয়ী। ইহুদিবাদী জল্লাদরা অচিরেই ধ্বংস হবে বলেও তিনি মন্তব্য করেন।

গত পাঁচ মাসে গাজা উপত্যকায় ইহুদিবাদী বর্বর বাহিনীর হামলায় প্রায় ৩১ হাজার ফিলিস্তিনি শহীদ এবং ৭২ হাজারেরও বেশি আহত হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু ইহুদিবাদী শাসকগোষ্ঠি এবং আমেরিকা এ এলাকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার বিপক্ষে।

তেহরানের জুমার খতিব ইরানের বিশেষজ্ঞ পরিষদ এবং দ্বাদশ সংসদ নির্বাচনের সঠিক ও সময়োপযোগী কভারেজের জন্য ইরানের জাতীয় সম্প্রচার সংস্থাকে ধন্যবাদ জানান। তিনি বলেন: ইরানের শতকরা ৪১ ভাগ জনগণ নির্বাচনে অংশগ্রহণ করে শত্রুদের মুখে শক্তিশালী চপেটাঘাত হেনেছে। শত্রুরা চেয়েছিলো নির্বাচনের আমেজ ম্লান এবং উৎসাহ-উদ্দীপনাহীন হোক। কিন্তু জনগণের ব্যাপক সচেতন অংশগ্রহণের কারণে তারা হতাশ হয়েছে।#

পার্সটুডে/এনএম/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।