মার্চ ১৮, ২০২৪ ০৯:৫৫ Asia/Dhaka
  • গাজা যুদ্ধে ফিলিস্তিনের প্রতিরোধ ফ্রন্ট উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে: ইরান

একটি শক্তিশালী সিরিয়া গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সহায়ক হবে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা আলী আকবর আহমাদিয়ান। তিনি রোববার তেহরান সফররত সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আলী মাহমুদ আব্বাসের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আহমাদিয়ান বলেন, সিরিয়ার সঙ্গে তার দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী হলেও দু’দেশের জনগণের পাশাপাশি গোটা অঞ্চল উপকৃত হবে।

অবরুদ্ধ গাজা উপত্যকার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের চলমান গণহত্যামূলক যুদ্ধে প্রতিরোধ ফ্রন্টের উল্লেখযোগ্য সাফল্যের ভূয়সী প্রশংসা করেন আহমাদিয়ান। তিনি বলেন, প্রতিরোধ ফ্রন্টকে যথাসম্ভব আরো বেশি সহযোগিতা করতে হবে। 

ইহুদিবাদী ইসরাইল ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোর মোকাবিলায় প্রতিরোধ ফ্রন্টের অন্যতম সদস্য হিসেবে সিরিয়ার প্রতিরোধ সম্পর্কেও কথা বলেন ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা। তিনি বলেন, দুঃখজনকভাবে আমেরিকা, ইসরাইল ও সন্ত্রাসী গোষ্ঠীগুলো এখনও সিরিয়ার একাংশ দখল করে রেখেছে। 

তিনি সকল ক্ষেত্রে বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে তেহরান-দামেস্ক সহযোগিতা আরো শক্তিশালী করার আহ্বান জানান।

সাক্ষাতে সন্ত্রাসবিরোধী যুদ্ধে সিরিয়ার পাশে থাকার জন্য তেহরানের প্রতি কৃতজ্ঞতা জানান সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী। গাজা যুদ্ধের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, গত ৭ অক্টোবর গাজার প্রতিরোধ ফ্রন্ট ইসরাইলের বিরুদ্ধে যে আল-আকসা তুফান অভিযান চালিয়েছে তার পরবর্তী বিশ্বের সঙ্গে পূর্ববর্তী বিশ্বের আর  কখনও মিল থাকবে না।  গাজায় বর্তমানে যা কিছু হচ্ছে তাতে কেবল  ইহুদিবাদী ইসরাইলের দুর্বলতাই প্রকাশ পাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।#

পার্সটুডে/এমএমআই/জিএআর/১৮

ট্যাগ