ইসরাইল শুধু গাজা যুদ্ধে হারেনি নিজের ভবিষ্যতও হারিয়েছে: ইরানি মুখপাত্র
https://parstoday.ir/bn/news/iran-i135766-ইসরাইল_শুধু_গাজা_যুদ্ধে_হারেনি_নিজের_ভবিষ্যতও_হারিয়েছে_ইরানি_মুখপাত্র
গাজা যুদ্ধে ইসরাইল পরাজিত হয়েছে বলে একজন সাবেক ইসরাইলি জেনারেল যে মন্তব্য করেছেন তার প্রতি সমর্থন জানিয়ে ইরান বলেছে, ইহুদিবাদীরা চিরকালের জন্য তাদের ভবিষ্যতও হারিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি এক এক্স পোস্টে এ মন্তব্য করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ১৯, ২০২৪ ১৪:৩২ Asia/Dhaka
  • ইসরাইল শুধু গাজা যুদ্ধে হারেনি নিজের ভবিষ্যতও হারিয়েছে: ইরানি মুখপাত্র

গাজা যুদ্ধে ইসরাইল পরাজিত হয়েছে বলে একজন সাবেক ইসরাইলি জেনারেল যে মন্তব্য করেছেন তার প্রতি সমর্থন জানিয়ে ইরান বলেছে, ইহুদিবাদীরা চিরকালের জন্য তাদের ভবিষ্যতও হারিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি এক এক্স পোস্টে এ মন্তব্য করেন।

রোববার সাবেক ইসরাইলি মেজর জেনারেল ইতজাক ব্রিক এক নিবন্ধে বলেন, “আমরা এরইমধ্যে হামাসের বিরুদ্ধে যুদ্ধে পরাজিত হয়েছি এবং অবিশ্বাস্য গতিতে সারাবিশ্বে আমাদের মিত্রদের হারাচ্ছি।” তিনি বলেন, “হামাসকে পরাজিত করার যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল তা সম্পূর্ণ উবে গেছে এবং পণবন্দিদের জীবিত উদ্ধার করার কোনো আশা বা লক্ষণ দেখা যাচ্ছে না।”

এ সম্পর্কে কানয়ানি বলেন, “ইহুদিবাদী সরকার শুধু গাজা যুদ্ধেই হারেনি সেইসঙ্গে চিরকালের তরে নিজের ভবিষ্যতও হারিয়েছে। ভবিষ্যতে বিশ্ব জনমতের কাছে ইসরাইলের আর কোনো স্থান থাকবে না।”

ইরানের এই মুখপাত্র বলেন, ইসরাইল ও তার মিত্রদের একথা জানা উচিত তারা গাজায় শুধু হামাসের মোকাবিলা করছে না বরং ফিলিস্তিন নামক একটি প্রাচীন, সভ্য ও প্রতিষ্ঠিত জাতির মোকাবিলা করছে। তিনি আরো বলেন, ফিলিস্তিনের জন্য উজ্জ্বল ভবিষ্যত আর ইসরাইলের জন্য সীমাহীন লজ্জা ও অসম্মান অপেক্ষা করছে। #

পার্সটুডে/এমএমআই/জিএআর/১৯