ইসরাইল মধ্যপ্রাচ্যের একটি ক্যান্সার
দামেস্কে ইরানি কনস্যুলেটে ইসরাইলের হামলায় সাত সামরিক উপদেষ্টা শহীদ
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি সোমবার রাতে এক বিবৃতিতে জানিয়েছে, দামেস্কে অবস্থিত ইরানি কনস্যুলেট ভবনে ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলায় আঞ্চলিক নিরাপত্তা রক্ষাকারী সাত ইরানি উপদেষ্টার শহীদ হয়েছে।
বিবৃতিতে ইসরাইলি ওই কাপুরুষোচিত হামলার নিন্দা জানিয়ে ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর প্রতিক্রিয়া তুলে ধরা হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা এ ঘটনায় সমবেদনা প্রকাশের পাশাপাশি শহীদী মর্যাদা লাভ করায় তাদেরকে অভিনন্দন জানিয়েছেন। বিবৃতিতে আরো বলা হয়, হামলায় সিরিয়া ও লেবাননে নিযুক্ত ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মাদ রেজা জাহেদি ও তার ডেপুটি মোহাম্মাদ হাদি হাজি রাহিমিসহ সাত সামরিক উপদেষ্টা শহীদ হন। অন্য পাঁচ কর্মকর্তা হলেন হোসেইন আমানুল্লাহি, সাইয়্যেদ মেহদি জালালাতি, মোহসেন সেদাকাত, আলী আগাবাবায়ি এবং আলী সালেহি রুজবাহানি।
দামেস্কে ইরানি কনস্যুলেট ভবনে ইসরাইলি হামলার ব্যাপারে এক প্রতিক্রিয়া ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, এই হামলার পাল্টা পদক্ষেপ নেয়ার অধিকার তেহরান সংরক্ষণ করে এবং হামলার ধরন বিবেচনা করে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার কথা বিবেচনা করছে ইরান।
এ ব্যাপারে এক প্রতিক্রিয়ায় সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী 'ফয়সাল মিকদাদ' দামেস্কে ইরানের দূতাবাসে গিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আদুল্লাহিয়ানের সাথে টেলিফোনে কথা বলেছেন।
এই টেলিফোনালাপে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী দামেস্কে ইরানের দূতাবাসের কনস্যুলেট ভবনে ইসরাইলের হামলাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন, বিশেষ করে কূটনৈতিক সম্পর্ক বিষয়ক ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন বলে উল্লেখ করেছেন।
এই টেলিফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান ইসরাইলি সন্ত্রাসী হামলার নিন্দা করে বলেছেন, গাজায় পরাজয়ের কারণে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন।
এদিকে, সিরিয়ায় ইরানি দূতাবাসের কনস্যুলেট ভবনে ইসরাইলি হামলার ঘটনা তদন্ত করতে আজ মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সাধারণ অধিবেশনে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এর আগে, জাতিসংঘে ইরানের প্রতিনিধি, নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের আহ্বান জানিয়ে বলেছিলেন, 'এই হামলার যেকোনো পরিণতির দায় ইহুদিবাদী ইসরাইলকে বহন করতে হবে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী এ হামলার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার পূর্ণ অধিকার তেহরান সংরক্ষণ করে।'
এ পর্যন্ত সিরিয়া, রাশিয়া, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন, কুয়েত এবং পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশ ইসরাইলের ওই সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে।
আজ সকালে, ইরানে মার্কিন স্বার্থ দেখাশোনাকারী তেহরানে নিযুক্ত সুইস দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্সকেও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী আমির-আব্দুল্লাহিয়ান তাকে বলেছেন, দামেস্কের হামলার দায় অবশ্যই আমেরিকাকে নিতে হবে।
সাম্প্রতিক বছরগুলোতে, মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনে, ইসরাইল সিরিয়ার বিভিন্ন অঞ্চলে বারবার হামলা চালাচ্ছে। এসব হামলা ইদানিং বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে ৭ অক্টোবরের হামলার পর গাজায় ইসরাইলি আগ্রাসন শুরুর সাথে সাথে তেলআবিব বেপরোয়া হয়ে উঠেছে এবং আশেপাশের দেশগুলোতেও হামলা চালাচ্ছে।
ইরানের কুদস ফোর্সের কিছু সামরিক উপদেষ্টা পশ্চিম এশীয় অঞ্চলের নিরাপত্তা বজায় রাখতে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে, বিশেষ করে দায়েশ বা আইএস জঙ্গি সন্ত্রাসীগোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে সিরিয়ার সামরিক বাহিনীকে সহায়তা দিচ্ছে। সিরিয়া সরকারের অনুরোধে ও সরকারি আমন্ত্রণে ইরানের সামরিক উপদেষ্টারা সেখানে উপস্থিত রয়েছে।#
পার্সটুডে/রেজওয়ান হোসেন/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।