সিরিয়ায় শহীদ ৭ ইরানি সেনা কর্মকর্তার জানাজা নামাজ পড়ালেন ইরানের সর্বোচ্চ নেতা
(last modified Fri, 05 Apr 2024 10:42:07 GMT )
এপ্রিল ০৫, ২০২৪ ১৬:৪২ Asia/Dhaka
  • জানাজা নামাজে ইমামতি করছেন সর্বোচ্চ নেতা
    জানাজা নামাজে ইমামতি করছেন সর্বোচ্চ নেতা

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী গতকাল (বৃহস্পতিবার) রাতে সিরিয়ায় ইরানি কনস্যুলেটে ইহুদিবাদী ইসরাইলের সন্ত্রাসী হামলায় শহীদ সাত জনের জানাযা নামাজ পড়িয়েছেন।

জানাজার নামাজ শেষে তিনি বলেন, দামেস্কে সন্ত্রাসী ঘটনায় শহীদদের সব সম্মানিত পরিবারকে অভিনন্দন ও সমবেদনা জানাচ্ছি। আশা করছি মহান আল্লাহ শহীদদের বাবা-মা, স্ত্রী-সন্তান এবং অন্য সব আত্মীয়-স্বজনকে ধৈর্য ধরার তৌফিক দেবেন।

গত সোমবার বিকেলে সিরিয়ার দামেস্কে ইরান দূতাবাস লাগোয়া কনস্যুলেট ভবনে ইসরাইলি হামলায় সিরিয়ায় নিযুক্ত ইরানের প্রভাবশালী সামরিক কমান্ডার ও উপদেষ্টা জেনারেল মোহাম্মাদ রেজা জাহেদি ও তার সহকর্মী মোহাম্মাদ হাদি হাজ রাহিমিসহ সাত সেনা কর্মকর্তা শহীদ হন।

সিরিয়ার রাষ্ট্রীয় আহ্বানে সাড়া দিয়ে ইরানের আইআরজিসি'র কুদস ফোর্সের কিছু সেনা সেদেশে অবস্থান করে পশ্চিম এশিয়ার নিরাপত্তা রক্ষা এবং সিরিয়ায় সন্ত্রাসবাদ বিশেষকরে জঙ্গি গোষ্ঠী দায়েশ বা আইএস মোকাবেলায় পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছেন।#

পার্সটুডে/এসএ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ