ইসরাইলি অপরাধযজ্ঞ অব্যাহত থাকলে মুসলমানরা অধৈর্য হয়ে পড়বে
https://parstoday.ir/bn/news/iran-i136478-ইসরাইলি_অপরাধযজ্ঞ_অব্যাহত_থাকলে_মুসলমানরা_অধৈর্য_হয়ে_পড়বে
ইসরাইলি অপরাধযজ্ঞ যদি অব্যাহত থাকে মুসলমানেরা অধৈর্য হয়ে পড়বে, প্রতিরোধ বাহিনী অধৈর্য হয়ে পড়বে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ০৯, ২০২৪ ১৬:৪০ Asia/Dhaka
  • ইসরাইলি অপরাধযজ্ঞ অব্যাহত থাকলে মুসলমানরা অধৈর্য হয়ে পড়বে

ইসরাইলি অপরাধযজ্ঞ যদি অব্যাহত থাকে মুসলমানেরা অধৈর্য হয়ে পড়বে, প্রতিরোধ বাহিনী অধৈর্য হয়ে পড়বে।

তাদেরকে কেউ দমিয়ে রাখতে পারবে না। এটা মনে রাখতে হবে। এরকম আশা করা ঠিক হবে না যে বলবে: থাক, অমুক গ্রুপ অমুক কাজটা করবে। ধৈর্যহারা হয়ে গেছে। এটাই এখনকার চরম বাস্তবতা। অবশ্য ইহুদিবাদী ইসরাইল যা-ই করুক না কেন তারা কোনোভাবেই তাদের ন্যাক্কারজনক পরাজয় ঠেকাতে পারবে না। ( শ্লোগান: "ইসরাইল নিপাত যাক, ইসরাইল নিপাত যাক"।

পার্সটুডে/এনএম/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।