ইসরাইলের সাথে তুরস্ককে সম্পর্ক ছিন্ন করতে বললেন ইরানি প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/iran-i136522-ইসরাইলের_সাথে_তুরস্ককে_সম্পর্ক_ছিন্ন_করতে_বললেন_ইরানি_প্রেসিডেন্ট
ইহুদিবাদী ইসরাইলের সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য তুরস্কসহ সমস্ত মুসলিম দেশের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। তিনি বলেন, ইসরাইলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ক্ষেত্রে এই সম্পর্ক ছিন্ন করার বিষয়টিই হবে সবচেয়ে কার্যকর পন্থা।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
এপ্রিল ১১, ২০২৪ ১৪:৪১ Asia/Dhaka
  • ইসরাইলের সাথে তুরস্ককে সম্পর্ক ছিন্ন করতে বললেন ইরানি প্রেসিডেন্ট

ইহুদিবাদী ইসরাইলের সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য তুরস্কসহ সমস্ত মুসলিম দেশের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। তিনি বলেন, ইসরাইলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ক্ষেত্রে এই সম্পর্ক ছিন্ন করার বিষয়টিই হবে সবচেয়ে কার্যকর পন্থা।

গতকাল (বুধবার) তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে টেলিফোনে আলাপের সময় তিনি এসব কথা বলেন। প্রেসিডেন্ট রায়িসি বলেন, গাজার জনগণের ওপর ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন এবং গণহত্যার ব্যাপারে দখলদারদের প্রতি আমেরিকা ও পশ্চিমা দেশগুলোর সমর্থন এবং আন্তর্জাতিক সংস্থা ও মানবাধিকার সংগঠনগুলোর নিষ্ক্রিয়তা এসব দেশ ও সংগঠনের জন্য নজিরবিহীন অসম্মান ডেকে এনেছে।

গত সপ্তাহে ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেট ভবনে যে হামলা চালিয়েছে তার বিরুদ্ধে নিন্দা জানানোর জন্য তুর্কি প্রেসিডেন্ট এরদোগানকে ধন্যবাদ জানান ইরানি প্রেসিডেন্ট। একই সাথে তিনি অঙ্গীকার ব্যক্ত করেন, এই হামলা কোনমতেই বিনা জবাবে পার পাবে না।

ফোনালাপে তুর্কি প্রেসিডেন্ট ইহুদিবাদী ইসরাইলের অপরাধমূলক চরিত্রের কথা উল্লেখ করে বলেন, ইসরাইল এখন আন্তর্জাতিক অঙ্গনে যতটা একঘরে ও ঘৃণার পাত্র হয়ে পড়েছে এর আগে কখনো এতটা ছিল না।#

পার্সটুডে/এসআইবি/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন