প্রেসিডেন্ট রায়িসির হুঁশিয়ারি
‘ইরানের স্বার্থে সামান্যতম আঘাত করলেই বেদনাদায়ক জবাব পাবে’
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যদি তার দেশের স্বার্থে শত্রুরা সামান্যতম আঘাত করে তাহলে তার ব্যাপক এবং বেদনাদায়ক জবাব দেয়া হবে।
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানির সাথে গতকাল (সোমবার) এক টেলিফোন আলাপে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন প্রেসিডেন্ট রায়িসি। এর দুইদিন আগে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ইহুদিবাদী ইসরাইলের বিভিন্ন সামরিক অবস্থান লক্ষ্য করে কয়েকশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। ইরানের প্রেসিডেন্ট বলেন, “আমরা এখন ঘোষণা করছি যে, ইরানের স্বার্থে সামান্যতম আঘাত করা হলে হামলাকারীদের সবাইকে ভয়াবহ, ব্যাপক এবং বেদনাদায়ক জবাব দেয়া হবে।”
সিরিয়ায় ইরানি কনসুলেট ভবনে ইসরাইল বর্বর আগ্রাসন চালালেও তার বিরুদ্ধে জাতিসংঘ এবং নিরাপত্তা পরিষদ সামান্য নিন্দা পর্যন্ত জানায়নি বলে প্রেসিডেন্ট রায়িসি অভিযোগ করেন। এ কারণে ইরান ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করে এবং ইসরাইলের যে সমস্ত কেন্দ্র থেকে ইরানি কনসুলেটে হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করা হয়েছে সেগুলোকেই শুধুমাত্র ইরানি হামলার আওতায় আনা হয়েছে। জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ইরান তার এই অধিকার প্রয়োগ করেছ বলে প্রেসিডেন্ট রায়িসি উল্লেখ করেন।
গাজায় ইহুদিবাদী ইসরাইলের অপরাধযজ্ঞের বিরুদ্ধে সমস্ত মুসলিম দেশের ঐক্যবদ্ধভাবে ব্যবস্থা নেয়া উচিত বলে ইরানের প্রেসিডেন্ট জোর দেন। পাশাপাশি তিনি বলেন, ইসরাইলের প্রতি পশ্চিমা কয়েকটি দেশের বিচার-বিবেচনাহীন সমর্থন মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে বাড়িয়ে দিচ্ছে। ইসরাইল দীর্ঘদিন ধরে যে শিশু হত্যা, গণহত্যা এবং ভয়াবহ অপরাধ চালিয়ে যাচ্ছে তার প্রতি আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো পূর্ণ সমর্থন দিচ্ছে।
ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ইরান যে কৌশলগত পদক্ষেপ নিয়েছে এবং প্রতিশোধমূলক হামলা চালিয়েছে তার প্রশংসা করে কাতারের আমির বলেন, ইরানের পক্ষ থেকে সবার জন্য সুস্পষ্ট বার্তা দেয়া হয়েছে। ফোনালাপে তিনি বলেন, ইসরাইল যখন ইরানি কনসুলেট ভবনে হামলা চালিয়েছে কাতারের পক্ষ থেকে তার বিরুদ্ধে পরিষ্কারভাবে নিন্দা জানানো হয়।
তিনি বলেন, গাজার জনগণের ওপর ইহুদিবাদী ইসরাইলের বর্বরতা দেখে যখন বিশ্ববাসী ফিলিস্তিনিদের প্রতি সর্বোচ্চ পর্যায়ের সমর্থন জানাচ্ছে তখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিস্তৃত করে গাজার অপরাধযজ্ঞ থেকে বিশ্ব জনমতকে ভিন্ন দিকে ঘুরিয়ে দেয়ার চেষ্টা করছে ইসরাইল।#
পার্সটুডে/এসআইবি/জিএআর/ ১৬