এপ্রিল ১৯, ২০২৪ ১৫:১৫ Asia/Dhaka
  • জি৭-এর বক্তব্য প্রত্যাখ্যান ইরানের
    জি৭-এর বক্তব্য প্রত্যাখ্যান ইরানের

শিল্পোন্নত সাত জাতিগোষ্ঠী- জি৭’ভুক্ত দেশগুলো ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ইরানের সাম্প্রতিক প্রতিশোধমূলক হামলার ব্যাপারে যে যৌথ বিবৃতি প্রকাশ করেছে তার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, আবার ইরানের স্বার্থবিরোধী হামলা চালালে ইসরাইলকে দ্বিতীয় দফায় আঘাত হানতে মোটেও দ্বিধা করবে না তেহরান।

জি৭’ভুক্ত দেশগুলোর শীর্ষ নেতারা গতকাল (বৃহস্পতিবার) এক যৌথ বিবৃতিতে দাবি করেন, “ইরান তার এ পদক্ষেপের মাধ্যমে মধ্যপ্রাচ্য অঞ্চলকে আরো বেশি অস্থিতিশীল করার চেষ্টা করেছে এবং আঞ্চলিক উত্তেজনা নিয়ন্ত্রণহীনভাবে ছড়িয়ে দিতে উস্কানি দিয়েছে।”

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি ওই যৌথ বিবৃতি প্রত্যাখ্যান করেন। তিনি জি৭ জোটের প্রতি ইঙ্গিত করে বলেন, “সুপরিচিত এই চক্রটি এ বিবৃতি প্রকাশ করার মাধ্যমে নিজের স্ববিরোধী ও দ্বৈত নীতির আরেকটি উদাহরণ পেশ করেছে।”

কানয়ানি বলেন, জি৭ গোষ্ঠী সিরিয়ার রাজধানী দামেস্কের ইরানি কনস্যুলেট ভবনে ইহুদিবাদী ইসরাইলের হামলার ব্যাপারে কোনো কথা বলেনি বরং উল্টো এ ধরনের হামলা চালাতে তেল আবিবকে উৎসাহিত করেছে।

ইরানের মুখপাত্র বলেন, জাতিসংঘ ঘোষণা ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইসরাইল যে হামলা চালিয়েছে জি৭ তার নিন্দা জানাতে ব্যর্থ হয়েছে। অথচ ইরান আত্মরক্ষার স্বার্থে আন্তর্জাতিক আইনে সম্পূর্ণ বৈধ যে পদক্ষেপ নিয়েছে তার নিন্দা জানিয়েছে।

নাসের কানয়ানি জি৭-এর বিবৃতি প্রত্যাখ্যান করে বলেন, অস্থিতিশীলতা সৃষ্টি নয় বরং আঞ্চলিক পরিস্থিতি শান্ত করার পাশাপাশি বিশ্বব্যাপী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে ইরান। #

পার্সটুডে/এমএমআই/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ