এপ্রিল ১৯, ২০২৪ ১৫:৩৯ Asia/Dhaka
  • শাহরুদের জনসভায় প্রেসিডেন্ট রায়িসি
    শাহরুদের জনসভায় প্রেসিডেন্ট রায়িসি

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল তার দেশের বিরুদ্ধে ‘সামান্যতম আগ্রাসন’ চালালেও তেল আবিব ও তার সহযোগীদের অনুতপ্ত করা হবে। ইহুদিবাদী ইসরাইল ইরানের বিরুদ্ধে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে চলে খবর প্রকাশিত হওয়ার পর এ হুঁশিয়ারি দিলেন রায়িসি।

তিনি বৃহস্পতিবার ইরানের মধ্যাঞ্চলীয় শাহরুদ শহরের একটি স্টেডিয়ামে সমবেত জনতার উদ্দেশে ভাষণ দিচ্ছিলেন। রায়িসি বলেন, “ইহুদিবাদী সরকার যদি আরেকবার ভুল করে এবং ইরানের পবিত্র ভূমির বিরুদ্ধে সামান্যতম হামলাও চালায় তবে আমরা এমন পাল্টা আঘাত হানব যাাতে তেল আবিব ও তার দোসররা অনুতপ্ত হবে।”

ইরানের প্রেসিডেনট বলেন, “আমেরিকা ও ইসরাইল ভেবেছিল তারা দামেস্কের কনস্যুলেট ভবনে হামলা চালিয়ে ইরানের সম্মানহানি করতে পারবে। কিন্তু ওই হামলা চালিয়ে তারা যে অপরাধ করেছে সেজন্য তাদের শাস্তি পাওনা হয়ে গিয়েছিল এবং তাদেরকে সে শাস্তি দেয়া হয়েছে।”

ভাষণে ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা নিয়েও কথা বলেন রায়িসি। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বিশ্ব অঙ্গণে গুণ্ডামি করার যুগ শেষ হয়ে গেছে।  ২০১৮ সাল থেকে আমেরিকার কারণে ওই সমঝোতা বাস্তবায়ন স্থগিত হয়ে রয়েছে।

ইরান ইসরাইলে নজিরবিহীন হামলা চালানোর পর পশ্চিমা দেশগুলো এখন ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচিকে পরমাণু সমঝোতার অন্তর্ভুক্ত করার চেষ্টা করবে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। 

এ সম্পর্কে ইরানের প্রেসিডেন্ট বলেন, পাশ্চাত্য যদি আলোচনায় বসতে চায় তাহলে তেহরান আলোচনার টেবিল ত্যাগ করবে না। কিন্তু যদি আলোচনায় বসে  তারা গুণ্ডামি করার চেষ্টা করে এবং তাদের অবৈধ দাবি চাপিয়ে দিতে চায় তাহলে তেহরান তা কোনো অবস্থায় মেনে নেবে না।#

পার্সটুডে/এমএমআই/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ