‘সত্য প্রতিশ্রুতি’ অভিযানের সমর্থনে ইরানি জনতার শোভাযাত্রা
https://parstoday.ir/bn/news/iran-i136802-সত্য_প্রতিশ্রুতি’_অভিযানের_সমর্থনে_ইরানি_জনতার_শোভাযাত্রা
ইহুদিবাদী ইসরাইলের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে গত ১৩ এপ্রিল ইরানের সশস্ত্র বাহিনী যে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে তার সমর্থনে ইরানি জনগণ রাস্তায় নেমে উল্লাস প্রকাশ করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ২০, ২০২৪ ১০:১৪ Asia/Dhaka
  • ইরানিরা গতকাল রাজধানী তেহরানে সমাবেশ করে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির \'সত্য প্রতিশ্রুতির\' প্রতি সমর্থন ব্যক্ত করেছেন।
    ইরানিরা গতকাল রাজধানী তেহরানে সমাবেশ করে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির \'সত্য প্রতিশ্রুতির\' প্রতি সমর্থন ব্যক্ত করেছেন।

ইহুদিবাদী ইসরাইলের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে গত ১৩ এপ্রিল ইরানের সশস্ত্র বাহিনী যে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে তার সমর্থনে ইরানি জনগণ রাস্তায় নেমে উল্লাস প্রকাশ করেছে।

গত শনিবার রাতের হামলার পর প্রথম শুক্রবার ইরানি জনগণ গতকাল জুমার নামাজের পর ব্যাপকভাবে রাস্তায় নেমে আসেন। রাজধানী তেহরানের পাশাপাশি মধ্যাঞ্চলীয় শহর ইস্পহান, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আহওয়াজ, উত্তরাঞ্চলীয় শহর কোমসহ সারাদেশের বহু শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন।

তারা ইহুদিবাদী ইসরাইলে প্রতিশোধমূলক হামলা চালানোর জন্য ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসিকে ধন্যবাদ জানান।

তেহরান বিশ্ববিদ্যালয় থেকে ঐতিহাসিক ইনকিলাব চত্বর অভিমুখে রাজধানীর শোভাযাত্রা শুরু হয়। এতে অংশগ্রণকারীদের হাতে থাকা প্ল্যাকার্ডগুলোতে ‘আমরা আইআরজিসি’র প্রতি কৃতজ্ঞ’, ‘আগ্রাসী বাহিনীর উচিত শাস্তি হয়েছে’, ‘পরবর্তী থাপ্পড় হবে আরো ভয়ঙ্কর’ ইত্যাদি স্লোগান শোভা যাচ্ছিল।

গত ১ এপ্রিল ইহুদিবাদী সেনারা সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে যে হামলা চালায় ১৩ এপ্রিল রাতে তার জবাব দেয় তেহরান। আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর কঠোর হুঁশিয়ারি সত্ত্বেও ইরানি ভূখণ্ড থেকে কয়েকশ’ ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

ইরান বলেছে, এই হামলায় এদেশের প্রতিরক্ষা সক্ষমতার ক্ষুদ্র একটি অংশ ব্যবহৃত হয়েছে। তেহরান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইহুদিবাদী ইসরাইল যদি আবার ইরানের স্বার্থে হামলা চালায় তাহলে তার বিরুদ্ধে চূড়ান্ত আঘাত হানা হবে।#

পার্সটুডে/এমএমআই/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।