প্যারিস অলিম্পিক ও প্যারালিম্পিকের তায়কোয়ান্দো প্রতিযোগিতার রেফারি হলেন ২ ইরানি নারী
প্যারিস অলিম্পিক ও প্যারালিম্পিক ২০২৪ এর তায়কোয়ান্দো প্রতিযোগিতার রেফারি হিসেবে নির্বাচিত হয়েছেন দুই ইরানি ক্রীড়াবিদ।
বিশ্ব তায়কোয়ান্দো ফেডারেশন প্যারিস অলিম্পিকের তায়কোয়ান্দো রেফারি হিসেবে ইরানি নারী মাসুমা বাকেরির নাম ঘোষণা করেছে। এর আগে প্যারিস প্যারালিম্পিকের তায়কোয়ান্দো প্রতিযোগিতার রেফারি হিসেবে ইরানি নারী মাসুমা বাকেরিকে নির্বাচিত করে এই ফেডারেশন।
প্যারিস অলিম্পিক গেমস ২০২৪ এর তায়কোয়ান্দো প্রতিযোগিতা এই বছরের ৭ আগস্ট শুরু হয়ে ১০ আগস্ট পর্যন্ত চলবে।
এর আগে বিশ্ব তায়কোয়ান্দো ফেডারেশন প্যারিস প্যারালিম্পিক ২০২৪ এর ৩০ জন রেফারির নাম ঘোষণা করে। এই গুরুত্বপূর্ণ ইভেন্টে আমন্ত্রিত রেফারিদের মধ্যে ইরানি ক্রীড়াবিদ মারজান তৈমুরি'র নাম রয়েছে।
তৈমুরি এর আগে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। কয়েক মাস আগে আন্তর্জাতিক তায়কোয়ান্দো ফেডারেশন তাকে প্যারালিম্পিক রেফারি প্রশিক্ষণ ক্যাম্পে আমন্ত্রণ জানায় এবং অবশেষে প্যারালিম্পিক গেমসের রেফারির চূড়ান্ত তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করা হয়।
অলিম্পিক প্রতিযোগিতা শেষ হওয়ার পর আগামী ২৯ আগস্ট থেকে প্যারালিম্পিকের তায়কোয়ান্দো প্রতিযোগিতা শুরু হবে এবং তা ৩১ আগস্ট পর্যন্ত চলবে।#
পার্সটুডে/এসএ/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।