নাসের কানয়ানির এক্স পোস্ট
‘মানবাধিকার নিয়ে কথা বলার যোগ্যতা আমেরিকার নেই’
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, মানবাধিকার, নারীর অধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা নিয়ে কোনো মন্তব্য করার নৈতিক যোগ্যতা মার্কিন কর্মকর্তাদের নেই।
গতকাল (শুক্রবার) সামাজিক মাধ্যম এক্স পেইজে দেয়া এক পোস্টে এই মন্তব্য করেন কানয়ানি। অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানোর জন্য মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ-প্রতিবাদে অংশ নেয়া লোকজনের বিরুদ্ধে ধরপাকড় ও নিবর্তনমূলক পদক্ষেপ নেয়ার প্রেক্ষাপটে ইরানি মুখপাত্র একথা বলেন।
গত ৭ অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনে এখন পর্যন্ত ৩৪ হাজার ৫০০ জনেরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন।
ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ-প্রতিবাদ ছড়িয়ে পড়েছে। এ সমস্ত বিক্ষোভ প্রতিবাদে অংশ নিচ্ছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থীরা। তবে মার্কিন সরকার বিক্ষোভকারীদের বিরুদ্ধে ধরপাকড় ও নিবর্তনমূলক অভিযান চালাচ্ছে। এ নিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যম থেকে শুরু করে মূলধারার গণমাধ্যমে ব্যাপক ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে।
এ প্রসঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের বিরুদ্ধে মার্কিন পুলিশের যে সহিংস আচরণ তাতে পরিষ্কার হয় যে, অপরাধী ইহুদিবাদী ইসরাইল সরকারকে আমেরিকা সমর্থন দিচ্ছে এবং তারা যে বিশ্বব্যাপী মানবাধিকারের কথা বলে তার সাথে তাদের কাজকর্ম ও আচরণের ব্যাপক অমিল রয়েছে।#
পার্সটুডে/এসআইবি/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।