ইরানের অস্তিত্ব হুমকিগ্রস্ত হলে পরমাণু নীতিতে পরিবর্তন আসবে: খাররাজি
https://parstoday.ir/bn/news/iran-i137482-ইরানের_অস্তিত্ব_হুমকিগ্রস্ত_হলে_পরমাণু_নীতিতে_পরিবর্তন_আসবে_খাররাজি
ইহুদিবাদী ইসরাইল যদি ইরানের অস্তিত্বকে হুমকিগ্রস্ত করে তাহলে তেহরান তার পরমাণু নীতিতে পরিবর্তন আনতে বাধ্য হবে বলে ইরানের একজন প্রভাবশালী কর্মকর্তা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মে ১০, ২০২৪ ১৫:০৯ Asia/Dhaka
  • কামাল খাররাজি
    কামাল খাররাজি

ইহুদিবাদী ইসরাইল যদি ইরানের অস্তিত্বকে হুমকিগ্রস্ত করে তাহলে তেহরান তার পরমাণু নীতিতে পরিবর্তন আনতে বাধ্য হবে বলে ইরানের একজন প্রভাবশালী কর্মকর্তা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

ইরানের বর্তমান পরমাণু নীতি হচ্ছে পারমাণবিক অস্ত্র তৈরি, সংরক্ষণ কিংবা ব্যবহার না করা। কিন্তু এই নীতির পরিবর্তনের অর্থ হচ্ছে পারমাণবিক অস্ত্র তৈরি, সংরক্ষণ ও প্রয়োজনে তা ব্যবহার করা।

ইরানের স্ট্রাটেজিক কাউন্সিল অন ফরেন রিলেশন্স বা এসসিএফআর- এর চেয়ারম্যান কামাল খাররাজি কাতার-ভিত্তিক নিউজ চ্যানেল আল-জাযিরাকে দেয়া সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইল যদি কোনো ভুল করে এবং ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালায় তাহলে তেহরান তার পরমাণু নীতিতে পরিবর্তন আনবে।

ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খাররাজি বলেন, “আমি দুই বছর আগে আল-জাযিরাকে দেয়া সাক্ষাৎকারে বলেছিলাম, পারমাণবিক বোমা তৈরি করার সক্ষমতা ইরানের রয়েছে। আজ আমি আবারও বলছি আমাদের সে সক্ষমতা আছে, কিন্তু এখনও পারমাণবিক অস্ত্র তৈরির কোনো সিদ্ধান্ত আমাদের নেই।”

কামাল খাররাজি বলেন, ইরান অবশ্যই পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে না, কিন্তু ‘যদি ইরানের অস্তিত্বকে হুমকির মুখে ফেলে দেয়া হয় তাহলে আমরা আমাদের পারমাণবিক নীতিতে পরিবর্তন আনতে বাধ্য হবো।’#

পার্সটুডে/এমএমআই/এমএআর/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।