মঞ্চনাটক ও ইরান
তেহরানে 'লিটল প্রিন্স' : পার্সটুডে নির্বাচিত ইরানি ফটোগ্রাফারদের ছবি
পার্সটুডে-মহন হায়দারি পরিচালিত এবং "এলিনা খালিলি" ও "এলি হায়দারি" প্রযোজিত মিউজিক্যাল শো ’লিটল প্রিন্স' তেহরানের ওয়াহদাত হলে মঞ্চস্থ হয়েছে। এই মঞ্চ নাটকটি বিখ্যাত ফরাসি লেখক অঁতোয়ান দ্য স্যাঁৎ-এগজ্যুপেরি'র লেখা দ্য লিটল প্রিন্স নামক গল্প অবলম্বনে মঞ্চায়ন করা হয়েছে। এটি ছিল একটি মিউজিক্যাল থিয়েটার। সুতরাং অনেক যন্ত্রসঙ্গীতশিল্পী এবং কণ্ঠশিল্পীর সমন্বয়ে মঞ্চায়িত হয়েছে নাটকটি।
’লিটল প্রিন্স' মিউজিক্যাল শো-তে অন্তত ৫০ জন যুব ও তরুণ অভিনেতা, শিল্পী এবং যন্ত্রশিল্পী অংশ নিয়েছে। গল্পের সার-সংক্ষেপ হলো: ছোট্ট রাজপুত্র বন্ধু খুঁজতে নিজ গ্রহ থেকে গ্রহান্তরে যায়। ঘুরতে ঘুরতে অবশেষে পৃথিবী নামক গ্রহে পৌঁছায়। পৃথিবীতে পৌঁছার পর একটি শেয়ালের সাথে তার দেখা হয় যে কিনা গৃহে পালিত হতে চায়।
নীচে ইরানের সংবাদ সংস্থাগুলোর ফটোগ্রাফারদের তোলা ছবি থেকে পার্সটুডে নির্বাচিত কিছু দেওয়া হলো।
পার্সটুডে/নাসির মাহমুদ/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।