জুন ১৫, ২০২৪ ১৫:০৮ Asia/Dhaka
  • ইরান বেশ কয়েকটি স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা করছে
    ইরান বেশ কয়েকটি স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা করছে

ইরানের মহাকাশ সংস্থার প্রধান চলতি ফার্সি বছরেই বেশ কয়েকটি উপগ্রহ উৎক্ষেপণের সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

পার্সটুডে, হাসান সালারিয়ের বরাত দিয়ে জানিয়েছে, ইরান চলতি বছরে বেশ কয়েকটি উপগ্রহ উৎক্ষেপণের পরিকল্পনা করেছে। সালারিয়ে আরও জানান ইসলামী প্রজাতন্ত্র ইরান ১৩ তম সরকারের আমলে শহীদ প্রেসিডেন্টের পরিকল্পনায় মহাকাশ প্রযুক্তিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

মহাকাশ সংস্থার প্রধানের বক্তব্য অনুযায়ী ইসলামী প্রজাতন্ত্র ইরান গত ৩ বছরে ১২টি উপগ্রহ উৎক্ষেপণ করেছে, যার মধ্যে ১০টি স্থানীয় এবং ২টি ছিল আন্তর্জাতিক।

১৩ তম সরকারের মেয়াদ শেষ হওয়ার আগে আরও ২টি উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণ করা হবে বলে জানান সালারিয়ে।

ইরানসহ বিশ্বের ৬টি দেশ এ পর্যন্ত মহাকাশে জীবন্ত প্রাণী প্রেরণ করতে সফল হয়েছে। তাছাড়া বিশ্বের ১২টি দেশের স্যাটেলাইট ক্যারিয়ার ডিজাইন করা, নির্মাণ করা এবং উৎক্ষেপণ করার ক্ষমতা রয়েছে। ইসলামি প্রজাতন্ত্র ইরান বিশ্বের সেই ১২টি দেশের একটি।#

পার্সটুডে/এনএম/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ