জুন ১৮, ২০২৪ ১৮:০৬ Asia/Dhaka
  • ইরানের প্রেসিডেন্ট প্রার্থীদের প্রথম বিতর্ক: অর্থনৈতিক সমস্যা সমাধানের পন্থা তুলে ধরলেন প্রার্থীরা

পার্সটুডে- ইরানের ১৪তম প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীদের মধ্যে প্রথম টিভি বির্তক গতকাল (সোমবার) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। তারা 'অর্থনীতি' সম্পর্কে নিজেদের বক্তব্য পেশ করেছেন এবং অপর প্রার্থীদের প্রশ্নের জবাব দিয়েছেন। ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবিতে লটারির মাধ্যমে প্রার্থীদের ক্রমিক নির্ধারণ করা হয়। এরপর তারা কথা বলেন। মডারেটর সবাইকে সমান সুযোগ দিয়ে বিতর্ক পরিচালনা করেন।

ইরানের এবারের নির্বাচনে ছয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- মোস্তফা পুরমোহাম্মাদি, সাঈদ জালিলি, মোহাম্মদ বাকের কলিবফ, লি রেজা যাকানি, সাইয়্যেদ আমির হোসেন কাজীজাদেহ হাশেমি ও মাসুদ পেজেশকিয়ান। পার্সটুডের এই নিবন্ধে প্রার্থীদের বক্তব্যের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরা হলো।

বিশ্বব্যাংকের ভুল নির্দেশনা সম্পর্কে সতর্ক হওয়া উচিত: কাজিজাদেহ হাশেমি

সোমবারের টিভি বিতর্কে লটারির মাধ্যমে প্রথম কথা বলার সুযোগ পান সাইয়্যেদ আমির হোসেন কাজীজাদেহ হাশেমিইরানের ১৪তম প্রেসিডেন্ট নির্বাচনের এই প্রার্থী বলেছেন, 'আমরা বৈশ্বিক অভিজ্ঞতাকে গুরুত্বপূর্ণ বলে মনে করি। এ ক্ষেত্রে কোনটি সফল ও কোনটি ব্যর্থ সেটাও দেখতে হবে। কাজিজাদেহ'র মতে, বিশ্বব্যাংকের নীতি অনুসরণের কারণে অনেক দেশ অর্থনৈতিক ক্ষেত্রে মারাত্মক সংকটের সম্মুখীন হয়েছে।

সাংহাই সহযোগিতা সংস্থা ও ব্রিকসে'র মতো প্রতিষ্ঠানের দিকে বিশেষ মনোযোগ দেওয়া উচিত: কলিবফ

টিভি বিতর্কে দ্বিতীয় প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কথা বলেন মোহাম্মদ বাকের কলিবফ। তিনি বলেন, প্রেসিডেন্টকে সমস্যা সমাধানের নিশ্চয়তা প্রদানকারী হতে হবে।

তিনি নিষেধাজ্ঞাকে অকার্যকর করার লক্ষ্যে কিছু পদক্ষেপ গ্রহণের কথা বলেন। কলিবফ বলেন, ইরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং সাংহাই সহযোগিতা সংস্থা ও ব্রিকসের মতো প্রতিষ্ঠানগুলোকে গুরুত্ব দিয়ে এগোতে হবে।

উৎপাদনকারী এবং চেম্বার অফ কমার্সকে সিদ্ধান্ত গ্রহণে সক্রিয় হতে হবে: পেজেশকিয়ান

টিভি বিতর্কের তৃতীয় বক্তা ছিলেন মাসুদ পেজেশকিয়ান। তিনি অর্থনৈতিক কর্মসূচি বাস্তবায়নে সব দল ও মতের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর জোর দেন। তিনি বলেন, কে কোন দলের তা বিবেচনায় না নিয়ে বিশেষজ্ঞদের কাজে লাগাতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ সেরাদের সহযোগিতা নিতে হবে। উৎপাদনের সঙ্গে জড়িত সবাইকে এবং চেম্বার অফ কমার্সকে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে সম্পৃক্ত করতে হবে।

শুধু পুঁজি আকর্ষণের নাম অর্থনৈতিক প্রবৃদ্ধি নয়: জালিলি

লটারিতে চার নম্বরে নাম আসে সাঈদ জালিলির। তিনি বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি মানে কেবল পুঁজি আকর্ষণ নয়। এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো, অর্থনীতিতে সমাজের সবার অংশগ্রহণ নিশ্চিত করা। এ ক্ষেত্রে সরকারকে ভূমিকা পালন করতে হবে।

জালিলি বলেন, সরকারের উচিত দেশের সবার জন্য প্রয়োজনীয় ক্ষেত্র প্রস্তুত করা। দেশের মেধাগুলোকে কাজে লাগানো।

সম্পদের সুষ্ঠু বণ্টন জরুরি: যাকানি

ইরানের ১৪তম প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী আলি রেজা যাকানি বলেছেন, উত্পাদনের ক্ষেত্রে শুধু কাঁচামাল বিক্রি না করে তা দিয়ে সর্বোচ্চ পর্যায়ের পণ্য তৈরি করতে হবে। এ ধরণের পরিবেশ তৈরির দিকে মনোযোগ দিতে হবে।

তিনি আরও বলেন, আইন মেনে অর্থনীতিতে জনগণকে সম্পৃক্ত করতে হবে। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নানা প্রক্রিয়াকে সংক্ষিপ্ত করা যেতে পারে এবং বিভিন্ন সরঞ্জামের আকার ছোট করা যেতে পারে। মানুষকে অর্থনীতিতে সম্পৃক্ত করার পাশাপাশি সম্পদের সুষ্ঠু বন্টন করা জরুরি।

অর্থনৈতিক সমস্যা সমাধানে যে সব সময় অর্থনৈতিক পন্থাই কাজে আসবে তা নয়: পুরমোহাম্মাদি

হুজ্জাতুল ইসলাম মোস্তফা পুরমোহাম্মাদি টিভি বিতর্কে বলেছেন, অর্থনৈতিক সমস্যা সমাধানে যে সব সময় অর্থনৈতিক পন্থাই কাজে আসবে তা নয়। জাতীয় সক্ষমতা এবং পরিচালনার দক্ষতা দিয়ে সমস্যার সমাধান করতে হবে। আমাদের অবশ্যই বিশেষজ্ঞদের মতামতকে গুরুত্ব দিতে হবে।

এই প্রেসিডেন্ট প্রার্থী আরও বলেন, আজকের বিশ্ব হচ্ছে জ্ঞান-বিজ্ঞান, প্রযুক্তি, দক্ষতা ও অভিজ্ঞতার বিশ্ব। তার মতে, যে কোনো সমাজের অর্থনৈতিক সাফল্যের চাবিকাঠি হচ্ছে আর্থিক স্থিতিশীলতা।

আগামী ২৮ জুন ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি শাহাদাৎবরণ করার কারণে নির্ধারিত সময়ের আগেই এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।#  

পার্সটুডে/এসএ/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ