গত তিন বছরে ইরানের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে ৯ গুণ
(last modified Tue, 25 Jun 2024 13:27:39 GMT )
জুন ২৫, ২০২৪ ১৯:২৭ Asia/Dhaka
  • গত তিন বছরে ইরানের অর্থনীতির আকার বেড়েছে ৯ গুণ
    গত তিন বছরে ইরানের অর্থনীতির আকার বেড়েছে ৯ গুণ

পার্সটুডে- ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোহাম্মাদ রেজা ফারজিন বলেছেন, বিগত তিন বছরে ইরানের নয় গুণ অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে। 

একটি নির্দিষ্ট সময়ে তার পূর্ববর্তী একই সময়ের তুলনায় পণ্য ও অর্থনৈতিক সেবার উৎপাদন বৃদ্ধিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলা হয়। পার্সটুডের রিপোর্ট অনুসারে, মোহাম্মাদ রেজা ফারজিন বলেছেন, ফার্সি ১৩৯০-এর দশকে (১৯৯১ থেকে ১৩৯৯ সাল পর্যন্ত) ইরানের বার্ষিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল গড়ে মাত্র শূন্য দশমিক পাঁচ শতাংশ। অথচ বিগত তিন বছরে (ফার্সি ১৪০০ থেকে ১৪০২ সাল পর্যন্ত) ইরানের গড় অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে ৪.৫ শতাংশ হারে।

ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আরো বলেন, গত তিন বছরে ইরানের অর্থনৈতিক প্রবৃদ্ধি বিগত ২০ বছরের গড় প্রবৃদ্ধির চেয়ে ২.৭ শতাংশ বেশি ছিল। তিনি জানান, গত তিন বছরে ইরানের তেল বহির্ভুত অর্থনৈতিক প্রবৃদ্ধি ১৩৯০ এর দশকের তুলনায় তিনগুণেরও বেশি এবং শিল্প খাতে এই প্রবৃদ্ধি নয় গুণেরও বেশি হয়েছে। এছাড়া, স্থির মূলধন গঠনের প্রবৃদ্ধি ১৩৯০ এর দশকে যেখানে ছিল মাইনাস ৭.১ শতাংশ সেখানে গত তিন বছরে তা প্লাস ৬.৪ শতাংশে পৌঁছেছে।

বিগত কয়েক দশকে বিশ্বের আধিপত্যবাদী শক্তিগুলো তাদের বিরোধী ও স্বাধীনচেতা দেশগুলোকে ঘায়েল করার জন্য অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে একটি কার্যকর হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। ফার্সি ১৩৯০ এর দশক থেকে আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন ও অন্যান্য উন্নত দেশ ইরানের বিরুদ্ধে শত শত অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। #

পার্সটুডে/এমএমআই/এমএআর/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।