মানবাধিকারকে উপহাসের বিষয় বানিয়ে ফেলেছে পাশ্চাত্য: সুইডেন থেকে মুক্তিপ্রাপ্ত হামিদ নুরি
(last modified Tue, 09 Jul 2024 12:55:51 GMT )
জুলাই ০৯, ২০২৪ ১৮:৫৫ Asia/Dhaka
  • হামিদ নুরি: বন্দী হওয়ার আগের দৃশ্য (বামে)
    হামিদ নুরি: বন্দী হওয়ার আগের দৃশ্য (বামে)

পার্সটুডে- সুইডেনে অবৈধভাবে এবং অমানবিকভাবে আটক ইরানি নাগরিক হামিদ নুরি বলেছেন, মানবাধিকার ইস্যুতে পশ্চিমাদের দাবি মিথ্যাচার।

সুইডেনের একটি আদালত ২০২২ সালে ইরানের বিচার বিভাগের কর্মকর্তা হামিদ নুরিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। তিনি ব্যক্তিগত কাজে সুইডেন সফরে গেলে তাকে আটক করা হয়েছিল। ইউরোপ জুড়ে বসবাসরত ইরানের ইসলামি সরকার বিরোধী সন্ত্রাসী গোষ্ঠী এমকেও’র ভিত্তিহীন দাবির পরিপ্রেক্ষিতে নুরিকে ওই দণ্ড দেয়া হয়। তার বিরুদ্ধে ‘যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী’ অপরাধের অভিযোগ আনা হয়েছিল।

২০২৩ সালের ডিসেম্বরে সুইডেনের একটি উচ্চ আদালত হামিদ নুরির যাবজ্জীবন কারাদণ্ডের রায় বহাল রাখে। তবে নুরির আইনজীবীরা আদালতে বারবার তার বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট বলে উল্লেখ করে এসেছেন। পরবর্তীতে ইরানের ব্যাপক কূটনৈতিক প্রচেষ্টায় শেষ পর্যন্ত নুরি সুইডিশ আদালতের দেয়া কারাদণ্ডের পুরো মেয়াদ ভোগ না করেই দেশে ফিরে আসতে সক্ষম হন।

পার্সটুডে জানিয়েছে, হামিদ নুরি বলেছেন- মানবাধিকার রক্ষার বিষয়ে পশ্চিমা দাবিগুলো একেবারেই হাস্যকর। তারা মানবাধিকার শব্দটিকে নিজেদের স্বার্থে অপব্যবহার করেছে এবং মানবাধিকারকে উপহাসের বিষয় বানিয়ে ফেলেছে।

তিনি আরও বলেন, মানবাধিকারের দাবিদারেরাই তাদের দেশে সফরে যাওয়ার পর আমার মতো একজন সাধারণ মানুষকে আটক করে এক হাজার ৬০০ দিনের বেশি নির্জন কারাগারে বন্দী করে রেখেছিল। 

সুইডিশ কারাগার থেকে মুক্তি পাওয়া এই ইরানি নাগরিক জানান, সুইডেনে নির্জন কারাগারে তার ওপর শারীরিক ও মানসিক সব ধরনের নির্যাতন করা হয়েছে। নুরি বলেন, এটাই হলো আমেরিকা, সুইডেন তথা পশ্চিমাদের মানবাধিকার।#

পার্সটুডে/এসএ/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ