আর্জেন্টিনার ইরান-বিরোধী অভিযোগ ও তৎপরতার নিন্দায় তেহরান
(last modified Mon, 15 Jul 2024 13:51:00 GMT )
জুলাই ১৫, ২০২৪ ১৯:৫১ Asia/Dhaka
  • আর্জেন্টিনার ইরান-বিরোধী অভিযোগ ও তৎপরতার নিন্দায় তেহরান

পার্সটুডে-ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানআনি AMIA-ভবনে বোমা হামলায় ইরানি নাগরিকদের জড়িত থাকার বিষয়ে আর্জেন্টিনার বিচারমন্ত্রী ও প্রেসিডেন্ট-মুখপাত্রের ভিত্তিহীন দাবির তীব্র নিন্দা জানিয়েছেন। 

তিনি ওই সন্ত্রাসী হামলার ত্রিশতম বার্ষিকীতে ওই ঘটনার শিকারদের পরিবার-পরিজনদের প্রতি শোক ও সমবেদনা নবায়ন করেছেন। 

১৯৯৪ সালে আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্স শহরে ইহুদিদের সাংস্কৃতিক কেন্দ্র AMIA-ভবনে এক বোমা হামলায় ৮৫ জনেরও বেশি নিহত ও ৩০০ জনেরও বেশি আহত হয়। ওই বোমা হামলার ঘটনার পর ইহুদিবাদী ইসরাইল ও এর সহযোগী কোনো কোনো মহল ওই হামলায় ইরানের জড়িত থাকার অভিযোগ তুলে কোনো প্রমাণ দেখানো ছাড়াই। অধিকৃত ফিলিস্তিনে ইসরাইলি অপরাধযজ্ঞ থেকে বিশ্ববাসীর দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিতেই ওই অভিযোগ তোলা হয়।

নাসের কানআনি বলেছেন, ওই ঘটনার বিষয়ে সত্য তুলে ধরা ও ওই মামলার নিষ্পত্তি তখনই সম্ভব হবে যখন সংশ্লিষ্ট পক্ষগুলো নিজেদেরকে রাজনৈতিক উস্কানি থেকে দূরে রাখবে এবং তৃতীয় পক্ষের হস্তক্ষেপ প্রতিরোধ করবে। 

তিনি ইরান বিরোধী বক্তব্য ও তৎপরতা থেকে দূরে থাকতে আর্জেন্টিনা সরকারের প্রতি আহ্বান জানান এবং আর্জেন্টিনার জাতীয় স্বার্থ ও তেহরান-বুয়েন্সআয়ার্স সম্পর্ককে ইসরাইলি-মার্কিন সাজানো দৃশ্যপটের বেদিতে কুরবানি না করার পরামর্শ দেন। #

পার্সটুডে/এমএএইচ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।