ইরানের নারী টেবিল টেনিস খেলোয়াড়ের স্বর্ণপদক জয়
(last modified Mon, 29 Jul 2024 04:48:35 GMT )
জুলাই ২৯, ২০২৪ ১০:৪৮ Asia/Dhaka
  • ভানিয়া ইয়াভারি
    ভানিয়া ইয়াভারি

পার্সটুডে- ইরানের নারী টেবিল টেনিস খেলোয়াড় ভানিয়া ইয়াভারি জর্দানে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতার অনূর্ধ্ব-১৫ জুনিয়র টেবিল টেনিস বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন।

জর্দানে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতার অনূর্ধ্ব-১৫ জুনিয়র টেবিল টেনিস বিভাগে বিশ্বের বিভিন্ন দেশের ক্রীড়াবিদরা অংশগ্রহণ করেন। পার্সটুডে ফার্সির রিপোর্ট অনুসারে, ইরানি পিংপং খেলোয়াড় ভানিয়া ইয়াভারি এই প্রতিযোগিতার ফাইনালে ভারতীয় প্রতিযোগী প্রাতা পাওয়ারকে পরাজিত করে স্বর্ণপদক জয় করেন।

ভানিয়া ইয়াভারি এর আগে সেমিফাইনালে হংকংয়ের একজন প্রতিযোগীকে পরাজিত করেন এবং তারও আগে কোয়ার্টার ফাইনালে ভারতেরই আরেকজন প্রতিযোগীকে হারিয়ে দেন।

কোয়ার্টার ফাইনালের আগে প্রথম নকআউট পর্বে ইরানের এই কিশোরী ক্রীড়াবিদ সুইডেনের প্রতিযোগিকে হারিয়েছিলেন।# 

পার্সটুডে/এমএমআই/এমএআর/২৯

ট্যাগ