ইসরাইলি সন্ত্রাসবাদের চূড়ান্ত জবাব দেবে ইরান 
https://parstoday.ir/bn/news/iran-i140346-ইসরাইলি_সন্ত্রাসবাদের_চূড়ান্ত_জবাব_দেবে_ইরান
ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, মধ্যপ্রাচ্যে যে অস্থিতিশীলতা চলছে তার মূল হোতা হচ্ছে ইহুদিবাদী ইসরাইল এবং ইউরোপের দেশগুলো তাকে সহযোগিতা করছে।
(last modified 2025-11-11T14:44:42+00:00 )
আগস্ট ০৭, ২০২৪ ১৪:০৫ Asia/Dhaka
  • ইসরাইলি সন্ত্রাসবাদের চূড়ান্ত জবাব দেবে ইরান 

ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, মধ্যপ্রাচ্যে যে অস্থিতিশীলতা চলছে তার মূল হোতা হচ্ছে ইহুদিবাদী ইসরাইল এবং ইউরোপের দেশগুলো তাকে সহযোগিতা করছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ মধ্যপ্রাচ্য অঞ্চলে নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতার মূল কারণ দূর করবে এবং নিজেই চূড়ান্ত জবাব দেবে। 

গতকাল (মঙ্গলবার) মিশরের পররাষ্ট্রমন্ত্রী বাদ্‌র আবদেল লাত্তি এবং অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার শালেনবার্গের সাথে টেলিফোন আলাপে এসব কথা বলেছেন আলী বাকেরি কানি। দুই পররাষ্ট্রমন্ত্রীর সাথে তিনি হামাস নেতা ইসমাইল হানিয়ার গুপ্তহত্যা নিয়েও আলোচনা করেন।

মিশরের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ফোনালাপে আলী বাকেরি কানি ইহুদিবাদী ইসরাইলের সন্ত্রাসী তৎপরতার পরিণতি এবং ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসির বৈঠকের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। হামাস নেতা ইসমাইল হানিয়াকে ইহুদিবাদী ইসরাইল শহীদ করার পর ইরান এই বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে। 

এদিকে, অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে ফোনালাপে আলী বাকেরি কানি বলেন, দুঃখজনকভাবে ইউরোপের কিছু দেশ ইহুদিবাদী ইসরাইলের সন্ত্রাসবাদ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ব্যাপারে নীরব রয়েছে। এটি ইসরাইলি অপরাধী চক্রকে অহংকারী করে তুলেছে যা এই অঞ্চলে উত্তেজনা এবং নিরাপত্তাহীনতা বাড়িয়েছে।"#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ৭