দুই মহান জাতির সাংস্কৃতিক বিনিময় উৎসব
রাশিয়ায় ‘রোল অব ফ্রেন্ডশিপ’ উৎসবে ইরানি ও রুশ শিল্পীদের ৬০০ কাজ
পার্সটুডে- অচিরেই রাশিয়ার রাজধানী মস্কোয় শুরু হতে যাচ্ছে ইরান ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের প্রথম উত্সব ‘রোল অব ফ্রেন্ডশিপ’ চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা ১৪ আগস্ট, ২০২৪ থেকে মস্কোর ‘সের্গেই আন্দ্রিয়াকা’ একাডেমি অব ওয়াটার কালার অ্যান্ড ফাইন আর্টসে শুরু হবে এবং তা এক মাস ধরে চলবে।
‘রোল অব ফ্রেন্ডশিপ’ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ইরানি ও রুশ শিল্পীদের ৬০০টির বেশি কাজ জমা দেয়া হয়েছে এবং এগুলোর মধ্য থেকে নির্বাচিত কাজগুলি বিভিন্ন প্রদর্শনীতে তুলে ধরা হবে।
পার্সটুডে ফার্সি জানিয়েছে, রাশিয়ায় নিযুক্ত ইরানের কালচারাল কাউন্সিলর মাসুদ আহমাদবান্দ এ সম্পর্কে বলেন: ইরানি তরুণ শিল্পীরা বিভিন্ন মাধ্যমে রাশিয়ার যেসব দৃশ্য অবলোকন করেছেন সেগুলোকে তারা পেইন্টিং ক্যানভাসে চিত্রায়িত করেছেন। অন্যদিকে রুশ শিল্পীরাও ইরানের যেসব দৃশ্য দেখেছেন সেগুলোকে তাদের ক্যানভাসে তুলে ধরার চেষ্টা করেছেন।
আহমাদবান্দ আরো বলেন, ‘রোল অব ফ্রেন্ডশিপ’ প্রতিযোগিতায় বিজয়ী শিল্পীদেরকে পুরস্কার হিসেবে নগদ অর্থ প্রদানের পাশাপাশি তাদের জন্য পরস্পরের দেশ সফরের ব্যবস্থা করা হবে।
রাশিয়ায় নিযুক্ত ইরানের কালাচারাল কাউন্সিলর ‘রোল অব ফ্রেন্ডশিপ’ চিত্রাঙ্কন প্রতিযোগিতাকে ইরান ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের প্রথম উত্সব হিসেবে উল্লেখ করে বলেছেন: এই প্রতিযোগিতার প্রদর্শনীতে দর্শকরা তরুণ প্রতিভাদের সেরা ২০০টি কাজের পাশাপাশি বিশিষ্ট চিত্রশিল্পীদের আঁকা ৪০টি কাজ দেখতে পাবেন।
আহমাদভান্দ আরো জানান: মস্কোর পর এই প্রতিযোগিতার নির্বাচিত কাজগুলির প্রদর্শনী সেন্ট পিটার্সবার্গ ও কাজানসহ রাশিয়ার অন্যান্য শহরে অনুষ্ঠিত হবে। এরপর নির্বাচিত কাজগুলো ইরানে এনে তেহরান, ইস্পাহান ও শিরাজ শহরে প্রদর্শন করা হবে।#
পার্সটুডে/এমএমআই/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।