এশিয়া ও ইউরোপের কয়েকজন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলী বাকেরির ফোনালাপ
(last modified Mon, 12 Aug 2024 04:15:28 GMT )
আগস্ট ১২, ২০২৪ ১০:১৫ Asia/Dhaka
  • এশিয়া ও ইউরোপের কয়েকজন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলী বাকেরির ফোনালাপ

পার্সটুডে- ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি এশিয়া ও ইউরোপ মহাদেশের কয়েকজন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এসব আলাপে তিনি তেহরানে ইসরাইলি গুপ্ত হামলায় হামাস নেতা ইসমাইল হানিয়ার শাহাদাত এবং গাজার একটি স্কুলে ইহুদিবাদী সেনাদের বর্বরোচিত হামলায় শতাধিক ব্যক্তির নিহত হওয়া নিয়ে আলোচনা করেছেন।     

আলী বাকেরি রোববার বেলজিয়াম, হল্যান্ড ও ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের পাশাপাশি হামাসের পলিটব্যুরো উপ প্রধানের সঙ্গে টেলিফোনে আলাদা আলাদাভাবে কথা বলেন। পার্সটুডে ফার্সি জানাচ্ছে, বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী হাজ্জা লাহবিবের সঙ্গে ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী গাজা উপত্যকায় চলমান ইসরাইলি গণহত্যা ১০ মাস পেরিয়ে গেছে বলে স্মরণ করিয়ে দেন।   তিনি বলেন, ইসরাইলি সেনারা গাজার একটি স্কুলে ফজরের নামাজ আদায়রত ফিলিস্তিনিদের ওপর ভয়াবহ হামলা চালানোর পাশাপাশি বৈরুতের আবাসিক এলাকায় হামলা চালিয়ে এবং তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়েকে হত্যা করে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা লঙ্ঘন করেছে।  

এ সময় আলী বাকেরি কানি আরো বলেন, ইরান নিজের জাতীয় নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষা করার স্বার্থে আন্তর্জাতিক আইন অনুযায়ী আগ্রাসী ইসরাইলকে উপযুক্ত জবাব দেবে।   

ফোনালাপে হাজ্জা লাহবিব ফিলিস্তিনি জনগণের ভাগ্য নির্ধারণ করার অধিকারের প্রতি সমর্থন জানানোর পাশাপাশি জর্দান নদীর পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি নির্মাণের নিন্দা জানান। তিনি বলেন, বেলজিয়াম ফিলিস্তিনি শরণার্থীদের অধিকার রক্ষা করার প্রতি সমর্থন জানানোর পাশাপাশি পশ্চিম তীরের উগ্র ইহুদি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে চায়।

এদিকে হল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ওয়েল্ডক্যাম্পের সঙ্গে ফোনালাপে  গাজার একটি স্কুলে ইসরাইলি সেনাদের বর্বরোচিত হামলায় শতাধিক ফিলিস্তিনির শাহাদাতের কথা উল্লেখ করে বলেন:

শুধুমাত্র এই একটি হামলা যদি আজ ইসরাইল ছাড়া অন্য কেউ চালাত তাহলে পশ্চিমা দেশগুলো এখন মানবাধিকার ও মানুষের জীবন রক্ষা করার ঝাণ্ডা হাতে মাঠে নেমে পড়ত। কিন্তু গণহত্যাটি ইসরাইল পরিচালনা করেছে বলে তারা দেখেও না দেখার ভান করছে।

ফোনালাপে হল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী গাজার স্কুলে ইসরাইলি হামলাকে ‘ভয়াবহ’ বর্ণনা করে বলেন, হল্যান্ড গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার পাশাপাশি ওই উপত্যকায় মানবিক ত্রাণ পাঠাতে চায়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার ইন্দোনেশীয় সমকক্ষ রাতনু মারসুদির সঙ্গে আলাদা ফোনালাপে বলেন, ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ অপরাধযজ্ঞের কারণে পশ্চিম এশিয়া একটি চরম সংকটের মধ্যে পড়েছে। এ অবস্থায় মুসলিম দেশগুলোর উচিত ইহুদিবাদীদের কবল থেকে গাজার নিরীহ ফিলিস্তিনি জনগণকে রক্ষা করার জন্য যেকোনো উপায়ে সাহায্য করা।

আলী বাকেরি কানি একইসঙ্গে হামাসের পলিটব্যুরো উপপ্রধান খলিল আল-হাইয়্যার সঙ্গেও ফোনে কথা বলেছেন।  তিনি বলেন,

আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামগুলোতে ইহুদিবাদী ইসরাইলের সর্বসাম্প্রতিক অপরাধযজ্ঞের নিন্দা জানানোর জন্য ইসলামি প্রজাতন্ত্র ইরান সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

কানির সঙ্গে ফোনালাপে খলিল আল-হাইয়্যা গাজার ফিলিস্তিনি স্কুলে ইহুদিবাদী সেনাদের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান। তিনি বিভিন্ন বিষয়ে তেহরানের সঙ্গে শলাপরামর্শ চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন।#

পার্সটুডে/এমএমআই/জিএআর/১২

ট্যাগ