ইরান কখনোই রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের অংশ ছিল না
(last modified Sun, 08 Sep 2024 11:48:18 GMT )
সেপ্টেম্বর ০৮, ২০২৪ ১৭:৪৮ Asia/Dhaka
  • নাসের কানয়ানি
    নাসের কানয়ানি

পার্সটুডে-ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জোর দিয়ে বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান ইউক্রেন সংকটের শুরু থেকে কখনোই ওই সংঘাতের অংশ ছিল না। নাসের কানয়ানি আরও বলেন: তেহরান সবসময় এই সংকট অবসানে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে এসেছে।

বিশিষ্ট কূটনীতিক নাসের কানয়ানি বলেন: ইউক্রেন সংকটের ব্যাপারে ইরানের নীতিগত ও ঘোষিত পন্থা অপরিবর্তিত রয়েছে। রাশিয়াকে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেওয়ার দাবি সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।  

ইরান থেকে রাশিয়ার জন্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠানো হচ্ছে-কিছু কিছু পশ্চিমা দেশের এরকম ভিত্তিহীন দাবিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেন কানয়ানি।

কানয়ানির বরাত দিয়ে পার্সটুডে আরও জানায়, ইউক্রেন যুদ্ধ শুরুর অনেক আগে থেকেই ইরান ও রাশিয়ার মধ্যে সামরিক সহযোগিতা চলে গেছে। আন্তর্জাতিক সকল নিয়ম কানুন মেনেই দ্বিপক্ষীয় সামরিক চুক্তির কাঠামোর ভিত্তিতে রাশিয়ার সঙ্গে ইরানের পারস্পরিক ওই সহযোগিতা চলে এসেছে।

ইরান থেকে রাশিয়ার জন্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠানো হচ্ছে-কিছু কিছু পশ্চিমা দেশের এরকম ভিত্তিহীন দাবিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেন কানয়ানি।

তেহরান সবসময় এই সংকট অবসানে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে এসেছে।#

পার্সটুডে/এনএম/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ