সেপ্টেম্বর ০৯, ২০২৪ ০৯:৫১ Asia/Dhaka
  • জয়ের ব্যাপারে হতাশা থেকেই পোড়ামাটি নীতি অবলম্বন করছে ইসরাইল

পার্সটুডে- ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জর্দান নদীর পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবির ও তুলকারেম শহর থেকে ইহুদিবাদী ইসরাইলি সেনা প্রত্যাহারের প্রতি ইঙ্গিত করে বলেছেন: দখলদার ইসরাইল ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধে জয়ের আশা সুদূর পরাহত দেখতে পাচ্ছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি নিজের এক্স পেজে লিখেছেন: বার্তা সংস্থাগুলো খবর দিয়েছে, ইহুদিবাদী সেনারা পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ১০ দিনের এবং তুলকারেম শহরে চার দিনের আগ্রাসন শেষে এই দুই শহর থেকে পশ্চাদপসরণ করেছে। পার্সটুডে ফার্সি জানিয়েছে, কানয়ানি আরো বলেছেন: গাজা উপত্যকার প্রায় সকল অবকাঠামো বেপরোয়াভাবে ধ্বংস করে দেয়া এবং এখন পশ্চিম তীরের জেনিন ও তুলকারেম শহরেও একই ঘটনার পুনরাবৃত্তি প্রমাণ করে যে, দখলদার ইসরাইল ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধে জয়ের ব্যাপারে হতাশ হয়ে এখন ‘পোড়ামাটি নীতি’ অবলম্বন করছে।

কানয়ানি আরো বলেন: পশ্চিম তীরে গাজা উপত্যকার চলমান ইসরাইলি যুদ্ধাপরাধের পুনরাবৃত্তি রোধ করতে ব্যবস্থা নেয়ার জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোর নৈতিক, মানবিক ও আইনগত দায়বদ্ধতা রয়েছে। #

পার্সটুডে/এমএমআই/জিএআর/৯

ট্যাগ