তেহরানের কৌশল ও কর্মপরিকল্পণা প্রাচ্য অভিমুখী: ইরানের মুখপাত্র
https://parstoday.ir/bn/news/iran-i141496
পার্সটুডে-ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র প্রাচ্যের দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নকে ইরানের সরকার ও কূটনৈতিক তৎপরতায় অগ্রাধিকারপ্রাপ্ত বিষয় হিসাবে উল্লেখ করে বলেছেন, ইরানের কৌশল ও কর্মপরিকল্পণা প্রাচ্য অভিমুখী।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
সেপ্টেম্বর ১০, ২০২৪ ১৫:৫২ Asia/Dhaka
  • তেহরানের কৌশল ও কর্মপরিকল্পণা প্রাচ্য অভিমুখী: ইরানের মুখপাত্র

পার্সটুডে-ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র প্রাচ্যের দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নকে ইরানের সরকার ও কূটনৈতিক তৎপরতায় অগ্রাধিকারপ্রাপ্ত বিষয় হিসাবে উল্লেখ করে বলেছেন, ইরানের কৌশল ও কর্মপরিকল্পণা প্রাচ্য অভিমুখী।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন: "রাশিয়া ও চীনের সাথে সম্পর্ক অত্যন্ত দৃঢ়তার সাথে অনুসরণ করা হবে এবং এ সহযোগিতা  আমাদের সবার স্বার্থ নিশ্চিত করবে।" পার্সটুডের-এর মতে, কানয়ানি আরো বলেছেন, "প্রাচ্যের সাথে সম্পর্ক জোরদার করার অর্থ অন্য দেশকে উপেক্ষা করা নয়।তাই আমরা এশিয়ার দেশগুলো ছাড়াও দূরবর্তী অন্য দেশের সাথে সম্পর্কের দিকেও নজর দিচ্ছি।"

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জোর দিয়ে বলেছেন: ইরানের সাথে গঠনমূলক সম্পর্ক রাখতে চায় এমন যেকোনো দেশকে আমরা স্বাগত জানাই।

ইরানের ১৪তম সরকার প্রতিবেশী দেশগুলোর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক প্রতষ্ঠার বিষয়টিকে সবচেয়ে অগ্রাধিকার দিচ্ছে উল্লেখ করে কানয়ানি আরও বলেছেন, আমাদের এই অঞ্চলে বিভিন্ন সমস্যা রয়েছে এবং আমরা আঞ্চলিক সহযোগিতাকে সমস্যা সমাধানের সর্বোত্তম উপায় বলে মনে করি।#

পার্সটুডে/রেজওয়ান হোসেন/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।