ইইউ প্রতিনিধির ইরান-বিরোধী বক্তব্য ভিত্তিহীন মিথ্যাচার
https://parstoday.ir/bn/news/iran-i141666-ইইউ_প্রতিনিধির_ইরান_বিরোধী_বক্তব্য_ভিত্তিহীন_মিথ্যাচার
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইউক্রেন সংঘাতে ইরানের জড়িত থাকার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের উচ্চ প্রতিনিধির বক্তব্যের নিন্দা করেছেন এবং বলেছেন: ইউরোপীয় ইউনিয়নের উচিত মিথ্যা তথ্যের ভিত্তিতে অভিযোগ করা এড়ানো।
(last modified 2025-09-21T15:53:49+00:00 )
সেপ্টেম্বর ১৫, ২০২৪ ১৭:৫১ Asia/Dhaka
  • ইইউ প্রতিনিধির ইরান-বিরোধী বক্তব্য ভিত্তিহীন মিথ্যাচার

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইউক্রেন সংঘাতে ইরানের জড়িত থাকার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের উচ্চ প্রতিনিধির বক্তব্যের নিন্দা করেছেন এবং বলেছেন: ইউরোপীয় ইউনিয়নের উচিত মিথ্যা তথ্যের ভিত্তিতে অভিযোগ করা এড়ানো।

ইউক্রেন যুদ্ধ সম্পর্কে ইরানের সরকারি নীতি ঘোষণা সত্ত্বে ও এই দ্বন্দ্বের একটি শান্তিপূর্ণ সমাধানের প্রতি ইরানের জোর দেয়া সত্ত্বেও ইউরোপীয় জোটের পরিষদ ১৩ সেপ্টেম্বর শুক্রবার ইরান-বিরোধী বিবৃতি দিয়েছে যা ছিল অপ্রমাণিত কিছু তথ্য-ভিত্তিক।

ইউরোপীয় জোটের ওই বিবৃতিতে বলা হয়েছে ইরান নিজের নির্মিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়াকে সরবরাহ করে ইউরোপের নিরাপত্তার প্রতি সরাসরি হুমকি সৃষ্টি করেছে এবং এ থেকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহৃত ইরানি ড্রোন ও গোলাবারুদ তৈরির মৌলিক উপাদান রাশিয়ার কাছে সরবরাহ বৃদ্ধির বিষয়টি প্রমাণ হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানআনি ইরান সম্পর্কে কোনো কোনো মহলের বিদ্বেষী অবস্থান গ্রহণ অব্যাহত থাকা ও ধ্বংসাত্মক বক্তব্য দেয়ার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমরা আবারও ইরানের সুস্পষ্ট অবস্থান স্মরণ করিয়ে দিচ্ছি: রাশিয়ার কাছে ইরানের পক্ষ হতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিক্রির দাবি ভিত্তিহীন মিথ্যাচার।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিষেধাজ্ঞার অপ্রচলিত অস্ত্র ব্যবহার করার পশ্চিমা ধ্বংসাত্মক নীতির বিষয়ও তুলে ধরে বলেছেন: দুর্ভাগ্যবশত, কোনো কোনো পশ্চিমা মহল নিষেধাজ্ঞা আরোপের প্রতি আসক্ত; এমন একটি পথ যা সমস্যা সমাধানে সাহায্য তো করেই না, বরং এটি নিজেই সমস্যার একটি অংশ এবং ইরানের প্রতিক্রিয়ার মুখোমুখি হবে। #

পার্সটুডে/এমএএইচ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।