অপবাদ ও নিষেধাজ্ঞা; মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাতে আমেরিকার দু’টি প্রধান অস্ত্র
(last modified Mon, 16 Sep 2024 03:52:25 GMT )
সেপ্টেম্বর ১৬, ২০২৪ ০৯:৫২ Asia/Dhaka
  • রাশিয়ায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত কাজেম জালালি
    রাশিয়ায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত কাজেম জালালি

পার্সটুডে- রাশিয়ায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত কাজেম জালালি বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাতে আমেরিকার হাতে দু’টি অস্ত্র রয়েছে। এর একটি অস্ত্র হচ্ছে অপবাদ আরোপ বা কারো দুর্নাম করা এবং দ্বিতীয়টি নিষেধাজ্ঞা আরোপ করা।

তিনি সম্প্রতি রাশিয়ার ইংরেজি নিউজ চ্যানেল রাশা টুডে’কে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। জালালি বলেন, যে কেউ আমেরিকার সাম্রাজ্যবাদী আচরণের বিরুদ্ধাচরণ করে তার বদনাম করা এখন মার্কিন সরকারের বদভ্যাসে পরিণত হয়েছে।

মস্কোয় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত বলেন: মনস্তাত্ত্বিক যুদ্ধ চালানোর কাজে আমেরিকার সুদীর্ঘ ইতিহাস রয়েছে। এই যুদ্ধে আমেরিকার একটি উপায় হলো অপবাদ আরোপ করা। যেসব গণমাধ্যম, দেশ, সংস্থা ও সংগঠন ওয়াশিংটনের স্বার্থ রক্ষা করতে রাজি হবে না তাদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আরোপ করা হবে ও তাদের দুর্নাম রটানো হবে।

কাজেম জালালি আরো বলেন: মার্কিন সরকারের দ্বিতীয় পদ্ধতি নিষেধাজ্ঞা আরোপ করা। ইরানি জনগণ ৪৫ বছর ধরে ওয়াশিংটনের এই আচরণের সঙ্গে পরিচিত। ইরানিরা একথাও জানে যে, কারো বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আরোপ করতে মার্কিনীদের জুড়ি নেই।

ইরানের এই কূটনীতিক আরো বলেন, তবে আমেরিকার এই ছলচাতুরির স্বরূপ এখন বিশ্ববাসীর সামনে উন্মোচিত হয়ে পড়েছে এবং এসব পদ্ধতি এখন তাদের কার্যকারিতা হারিয়েছে। #

পার্সটুডে/এমএমআই/জিএআর/ ১৬