‘প্রতিরোধ ফ্রন্ট বিজয় হবে’
লেবাননে ওয়াকিটকি-পেজার হামলার ধ্বংসাত্মক জবাব পাবে ইসরাইল: ইরান
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির চিফ কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, লেবাননে তেল আবিব যে সন্ত্রাসী হামলা চালিয়েছে তার ধ্বংসাত্মক জবাব পাবে ইহুদিবাদী ইসরাইল। তিনি বলেন, গাজা যুদ্ধে জয়ী হওয়ার ব্যাপারে হতাশ হয়ে লেবাননে এ হামলা চালিয়েছে ইসরাইল এবং তারা প্রতিরোধ অক্ষের কাছ থেকে এর বিধ্বংসী জবাব পাবে।
জেনারেল সালামি লেবাননের হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর কাছে পাঠানো এক বার্তায় এ হুঁশিয়ারি দেন। লেবাননজুড়ে মঙ্গলবার ও বুধবার যথাক্রমে পেজার ও ওয়াকি-টকি বিস্ফোরণে অন্তত ৩৭ ব্যক্তি নিহত ও প্রায় ৩,০০০ মানুষ আহত হন। জেনারেল সালামি ওই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানান।
আইআরজিসির চিফ কমান্ডার বলেন, প্রতিরোধ অক্ষের প্রতিশোধমূলক হামলায় ইহুদিবাদী ইসরাইল সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। গাজাবাসী ফিলিস্তিনিদের সমর্থনে দক্ষিণ লেবাননে ফ্রন্ট খোলার জন্য জেনারেল সালামি হিজবুল্লাহসহ লেবাননের আপামর জনসাধারণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান কমান্ডার বলেন, বিগত প্রায় এক বছরে ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকায় গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালানো ছাড়া নিজের ঘোষিত একটি লক্ষ্যও অর্জন করতে পারেনি। তিনি বলেন, পাশ্চাত্যের সর্বাত্মক সমর্থন ও পৃষ্ঠপোষকতা থাকা সত্ত্বেও গাজা যুদ্ধে ইসরাইল জয়ী হতে পারবে না বরং প্রতিরোধ ফ্রন্ট বিজয়ী হবে।#
পার্সটুডে/এমএমআই/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।