প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের লেনদেন বৃদ্ধি; ৬ মাসে ৩২ বিলিয়ন ডলারের বাণিজ্য
https://parstoday.ir/bn/news/iran-i142028-প্রতিবেশী_দেশগুলোর_সঙ্গে_ইরানের_লেনদেন_বৃদ্ধি_৬_মাসে_৩২_বিলিয়ন_ডলারের_বাণিজ্য
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের শুল্ক বিভাগের প্রধান মোহাম্মাদ রেজওয়ানিফার বলেছেন, গত ৬ মাসে ১৫টি প্রতিবেশী দেশের সাথে ইরানের তেল বহির্ভূত বাণিজ্য তিন হাজার ২৬০ কোটি  ডলারে পৌঁছেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ২৫, ২০২৪ ২০:৪৮ Asia/Dhaka
  • প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের লেনদেন বৃদ্ধি; ৬ মাসে ৩২ বিলিয়ন ডলারের বাণিজ্য

পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের শুল্ক বিভাগের প্রধান মোহাম্মাদ রেজওয়ানিফার বলেছেন, গত ৬ মাসে ১৫টি প্রতিবেশী দেশের সাথে ইরানের তেল বহির্ভূত বাণিজ্য তিন হাজার ২৬০ কোটি  ডলারে পৌঁছেছে।

তিনি জানিয়েছেন, গত ৬ মাসে প্রতিবেশী দেশগুলোর সাথে ইরানের তেল বহির্ভূত বাণিজ্যের পরিমাণ ছিল ৫ কোটি টন।

রেজওয়ানিফারের বরাত দিয়ে পার্সটুডে বলছে, ইরানের তেল-বহির্ভূত বাণিজ্য গত বছরের একই সময়ের তুলনায় পরিমাণের দিক থেকে পাঁচ শতাংশ এবং মূল্যের দিক থেকে ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ইরানের শুল্ক বিভাগের মহাপরিচালক প্রতিবেশী দেশগুলোর মধ্যে ইরানের প্রধান শরীকগুলোর নাম উল্লেখ করে বলেন, গত ছয় মাসে প্রতিবেশী দেশগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, ইরাক, পাকিস্তান এবং রাশিয়ার সঙ্গে সবচেয়ে বেশি বাণিজ্যিক লেনদেন হয়েছে।#

পার্সটুডে/এসএ/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।