আমেরিকা ও ইহুদিবাদীদেরকে মধ্যপ্রাচ্যের ভাগ্য পরিবর্তন করতে দেবে না ইরান
(last modified Sun, 06 Oct 2024 03:44:25 GMT )
অক্টোবর ০৬, ২০২৪ ০৯:৪৪ Asia/Dhaka
  • বৈরুত সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরকচি
    বৈরুত সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরকচি

পার্সটুডে- ইহুদিবাদী ইসরাইলি বাহিনী যখন লেবাননের রাজধানী বৈরুতে ব্যাপকভাবে বোমাবর্ষণ করে যাচ্ছে তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরকচির বৈরুত সফরকে সাহসী পদক্ষেপ বলে প্রশংসা করেছেন লেবাননে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোজতাবা আমানি।

গত মাসে লেবানন জুড়ে ইহুদিবাদী ইসরাইলের মাধ্যমে পেজার বিস্ফোরণে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আমানি। তিনি এক এক্স বার্তায় লিখেছেন: ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির লেবানন সফর ছিল একটি সাহসি ও শক্তিশালী পদক্ষেপ। এ সফর পশ্চিম এশিয়া অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ ফলাফল বয়ে আনবে। পার্সটুডের রিপোর্ট অনুযায়ী, মোজতাবা আমানি আরো বলেন, ইরান এ পর্যন্ত বহুবার প্রমাণ করেছে, দেশটি কঠিন সময়ে লেবাননের পাশে থাকে।

আমানি বলেন: ইসলামি প্রজাতন্ত্র ইরান কখনও আমেরিকা ও অবৈধ অস্তিত্ব ইহুদিবাদী ইসরাইলকে পশ্চিম এশিয়া অঞ্চলের ভাগ্য পরিবর্তন করার অনুমতি দেবে না।

লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আরো বলেন, পশ্চিম এশিয়া অঞ্চলের ভবিষ্যত প্রতিরোধ অক্ষের নেতৃত্বে এ অঞ্চলের দেশগুলোই নির্ধারণ করবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি ৪ অক্টোবর শুক্রবার লেবানন সফর করেন। তিনি এমন সময় বৈরুতে অবতরণ করেন যখন ইহুদিবাদী ইসরাইল বৈরুত বিমানবন্দরে যেকোনো ইরানি বিমান গুলি করে ভূপাতিত করার হুমকি দিয়েছিল।

গাজায় আগ্রাসন শুরু করার এক বছর পার হয়ে যাওয়া সত্ত্বেও ইহুদিবাদী ইসরাইল এখন পর্যন্ত ওই উপত্যকা থেকে বিজয়ীর বেশে বেরিয়ে আসতে পারেনি। এমন একটি অবস্থায় ইহুদিবাদীরা লেবাননের রাজধানী বৈরুতসহ দেশটির বিভিন্ন আবাসিক এলাকার ওপর ভয়াবহ বিমান হামলা শুরু করেছে। তারা বৈরুতের দক্ষিণ উপকণ্ঠের একটি আবাসিক এলাকায় ভয়ঙ্কর বোমা হামলা চালিয়ে ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহকে হত্যা করেছে।

অবশ্য সাইয়্যেদ নাসরুল্লাহর শাহাদাত এবং লেবাননের আবাসিক এলাকাগুলোর ওপর ইসরাইলের পাশবিক হামলা অব্যাহত থাকা সত্ত্বেও হিজবুল্লাহর যোদ্ধারা দখলদার ইহুদিবাদীদের বিরুদ্ধে বীরবিক্রমে লড়াই চালিয়ে যাচ্ছেন। #

পার্সটুডে/এমএমআই/এমএআর/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।