একটি আন্তর্জাতিক সম্মেলন সম্পর্কে প্রতিবেদন
ফিলিস্তিনি ও কারবালার আন্তঃসম্পর্ক এবং ইমাম খোমেনীর মেয়েকে সম্মাননা
পার্সটুডে- ‘বিদেশ-বিভূঁইয়ে মুজাহিদরা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণকারী বক্তারা বলেছেন, মধ্যপ্রাচ্যে বর্তমানে চলমান প্রতিরোধ ফ্রন্ট কারবালার শিক্ষা নিয়ে গঠিত হয়েছে।
আল-কুদস মুক্ত করার প্রতিরোধ সংগ্রামে অংশ নিয়ে শাহাদাতের অমীয় সুধা পানকারী প্রতিরোধ নেতা শহীদ সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ও শহীদ ইসমাইল হানিয়ার প্রতি সম্মান জানানোর পাশাপাশি ইসলামি ইরানের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনীর সুযোগ্যা কন্যা ড. মুস্তাফাভিকে সম্মাননা জানাতে ইরানের মাশহাদ শহরে অনুষ্ঠিত হয়ে গেল একটি আন্তর্জাতিক সম্মেলন।
ইরানের অন্যতম ধর্মীয় নগরী হিসেবে খ্যাত মাশহাদের ইমাম আলী ইবনে মূসা রেজা (আ.) এর মাজার প্রাঙ্গণে ১৭ অক্টোবর, বৃহস্পতিবার এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানায়, সম্মেলনে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে চলমান যুদ্ধ চালিয়ে যাওয়ার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
ইমাম খোমেনীর মেয়ে ড. মুস্তাফাভি শুধু পিতার পরিচয়ে পরিচিত নন বরং তিনি স্বগুণে গুণান্বিত একজন মহিয়সী নারী। তিনি দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি জাতির প্রতিরক্ষা বোর্ড অফ ট্রাস্টির চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন।
ইরানের সংসদ- মজলিসে শুরায়ে ইসলামির স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ এ সম্মেলনে দেয়া ভাষণে বলেন: ইসরাইলবিরোধী যুদ্ধ ও জুলুমের বিরুদ্ধে প্রতিরোধ ইমাম খোমেনী (রহ.)’র চিন্তাদর্শন থেকে উৎসারিত হয়েছে। তিনি বলেন: ইরানের ইসলামি বিপ্লবের মূল কর্মপন্থাই ছিল জুলুমের বিরুদ্ধে প্রতিরোধ।
সম্মেলনে ভাষণ দেন লেবাননের সংসদ সদস্য শেখ হাসান ইজ্জাদ্দিন। তিনি বলেন: মধ্যপ্রাচ্যের ইসরাইল বিরোধী প্রতিরোধ ফ্রন্ট ‘আমরা পারি’ স্লোগান বুকে ধারণ করে এ পর্যন্ত বহু সংকট ও চড়াই-উৎরাই পার হয়েছে। তিনি আরো বলেন: এই ফ্রন্ট তার মূলশিক্ষা গ্রহণ করেছে কারবালা থেকে।
মাশহাদে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক সম্মেলনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল ফিলিস্তিনি জাতির প্রতিরক্ষা বোর্ড অফ ট্রাস্টির চেয়ারম্যান ও ইমাম খোমেনী (রহ.)’র মেয়ে ড. মুস্তাফাভিকে সম্মাননা দেয়া। তাকে সম্মাননা দেয়ার সময় ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা ইমাম খামেনেয়ীর একটি মূল্যবান বাণী পড়ে শোনানো হয়।
ইমাম খামেনেয়ী তার বাণীতে বলেন: এই সম্মানিত নারী ইমাম খোমেনীর প্রদর্শিত আদর্শের প্রতি অনুগত থেকে ধৈর্যের সঙ্গে সেই মহান পিতার পথচলা অব্যাহত রেখেছেন; যার একটি উদাহরণ হল ফিলিস্তিনি জাতির প্রতিরক্ষা বোর্ড অফ ট্রাস্টি প্রতিষ্ঠা ও তার নেতৃত্ব প্রদান। #
পার্সটুডে/এমএমআই/জিএআর/ ২১