"ইরান তাইশি" বইয়ের জাপানি সংস্করণ সমাদৃত হওয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বার্তা
https://parstoday.ir/bn/news/iran-i143400-ইরান_তাইশি_বইয়ের_জাপানি_সংস্করণ_সমাদৃত_হওয়ায়_ইরানের_পররাষ্ট্রমন্ত্রীর_বার্তা
পার্সটুডে-ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার "ইরান তাইশি" শিরোনামের স্মৃতিকথামূলক বইটির জাপানি সংস্করণ ব্যাপকভাবে সমাদৃত হওয়ায় পাঠকদের ধন্যবাদ জানিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ০৪, ২০২৪ ১৬:১১ Asia/Dhaka
  • \
    \"ইরান তাইশি\" বইয়ের জাপানি সংস্করণ সমাদৃত হওয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বার্তা

পার্সটুডে-ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার "ইরান তাইশি" শিরোনামের স্মৃতিকথামূলক বইটির জাপানি সংস্করণ ব্যাপকভাবে সমাদৃত হওয়ায় পাঠকদের ধন্যবাদ জানিয়েছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি "ইরান তাইশি" বইটির জাপানি সংস্করণের পাঠকদের উদ্দেশে একটি বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন: এই বইটির জাপানি পাঠকদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। জাপানে ইরানের রাষ্ট্রদূত হিসেবে তিনি তাঁর ৪ বছরের অভিজ্ঞতাকে ওই স্মৃতিকথায় তুলে ধরেছেন। তাঁর ওই স্মৃতিকথাকে জাপানি পাঠকরা ভালোভাবে গ্রহণ করেছে। বার্তা সংস্থা ইরনা'র উদ্ধৃতি দিয়ে পার্সটুডে আরও জানায়, ইরানের পররাষ্ট্র মন্ত্রী গুরুত্বারোপ করে বলেছেন: এটি একটি গর্বের বিষয়, সম্মানের বিষয় যে আপনারা বইটিকে পড়ার জন্য বেছে নিয়েছেন।

আরাকচি তাঁর বইটির নিপুণ অনুবাদের জন্য "তাকাহিরো ইনামি"র প্রশংসাও করেছেন।

টোকিওতে ইরানের দূতাবাস ইরান ও জাপানে "ইরান তাইশি" বইটির প্রকাশনাকে দু'দেশের বন্ধুত্বের নিদর্শন হিসেবে উল্লেখ করেছেন।

এই বইটিতে আরাকচি জাপানে তাঁর উপস্থিতি, সেদেশের রাজনীতি, সংস্কৃতি এবং সমাজের বর্ণনা নিজের স্মৃতির আলোকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। পাঠকদের জন্য জাপানকে তিনি নতুন একটি দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করার চেষ্টা করেছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত জাপানে ইরানের রাষ্ট্রদূত ছিলেন এবং ২০২২ সালে ওই মিশন সম্পর্কে তাঁর স্মৃতিকথা প্রকাশ করেন।

জাপানি ভাষায় তাইশি মানে রাষ্ট্রদূত।#

পার্সটুডে/এনএম/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।