বিশ্ব পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপে ইরান রানার আপ
https://parstoday.ir/bn/news/iran-i144120-বিশ্ব_পাওয়ারলিফটিং_চ্যাম্পিয়নশিপে_ইরান_রানার_আপ
পার্সটুডে-রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্ব পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পাওয়ারলিফটাররা ২৪ টি স্বর্ণসহ মোট ৩৪ টি পদক পেয়ে রানার আপ হয়েছেন। আয়োজক রাশিয়ার পর ইরানীরা দাপটের সঙ্গে বিভিন্ন ইভেন্টে লড়াই করেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ২৩, ২০২৪ ১৬:৪৩ Asia/Dhaka
  • বিশ্ব পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপে ইরান রানার আপ

পার্সটুডে-রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্ব পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পাওয়ারলিফটাররা ২৪ টি স্বর্ণসহ মোট ৩৪ টি পদক পেয়ে রানার আপ হয়েছেন। আয়োজক রাশিয়ার পর ইরানীরা দাপটের সঙ্গে বিভিন্ন ইভেন্টে লড়াই করেছেন।

মস্কোর আন্দ্রোনভ হলে অনুষ্ঠিত ১০ তম ভারোত্তোলন, ডেডলিফ্ট এবং চেস্ট প্রেস পাওয়ারলিফটিং আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিশ্বের ৪০ টি দেশের ৮৫০ জনেরও বেশি ক্রীড়াবিদ অংশ নেয়।

আন্তর্জাতিক এই প্রতিযোগীতায় ইরানি যুব, প্রাপ্তবষয়স্ক এবং প্রবীণ গ্রুপে মোট ২৪ টি স্বর্ণ পদক জিতেছে। বিশ্ব পাওয়ারলিফটিং এই টুর্নামেন্টে ইরান রানার আপ হয়েছে।

রাশিয়ার সাদা ভাসিমা বার্তা সংস্থার বরাত দিয়ে পার্সটুডে লিখেছে,  ইরানের পাওয়ারলিফটিং দলের প্রধান জাবের আসাদজাদেহ বলেছেন,  বিভিন্ন বয়সের মোট ৩৬ জন ইরানি ক্রীড়াবিদ অংশ নিয়েছে।  তবে এবারের টুর্নামেন্টে বিশ্বের শীর্ষস্থানীয় পাওয়ারলিফটাররা অংশ নেওয়ায় প্রতিযোগিতার মাত্রা ছিল অনেক বেশি।

১০ তম বিশ্ব পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপের নির্বাহী পরিচালক আন্দ্রে সিমোনভ, রাশিয়ার পর ইরানী ক্রীড়াবিদদের প্রশংসা করেছেন। তিনি বলেন,  স্বাগতিক রাশিয়ার পরে, ইরান সর্বোচ্চ সংখ্যক পদক পেয়ে নতুন রেকর্ড করেছে।

ইরানের ক্রীড়াবিদ হোসেইন মাজিদি, পাওয়ারলিফটিংসহ চেস্ট প্রেসে একজন সুপার হেভি অ্যাথলেট হিসেবে প্রাপ্তবয়স্ক এবং অভিজ্ঞ উভয় বিভাগে চারটি স্বর্ণপদক জিতে এবারের প্রতিযোগিতার বিশেষ মুখ হিসাবে স্বীকৃতি লাভ করেন।

এদিকে, ইরানের জাতীয় ফুটবল দল কিরগিজস্তানের বিপক্ষে জয়ের মাধ্যমে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে তার গ্রুপের শীর্ষে রয়েছে। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের গ্রুপ এ-এর ষষ্ঠ সপ্তাহে, ইরানের জাতীয় ফুটবল দল গত মঙ্গলবার কিরগিজস্তানের মাঠে খেলে ৩-২ গোলে জয়লাভ করে।#

পার্সটুডে/জিএআর/২৩