স্পিডো দুবাই প্রতিযোগিতায় ইরানি সাঁতারুদের ১ স্বর্ণ ও ৪ টি রৌপ্যপদক জয়
https://parstoday.ir/bn/news/iran-i144284-স্পিডো_দুবাই_প্রতিযোগিতায়_ইরানি_সাঁতারুদের_১_স্বর্ণ_ও_৪_টি_রৌপ্যপদক_জয়
পার্স টুডে- ইরানি সাঁতারুরা স্পিডো দুবাই প্রতিযোগিতায় একটি স্বর্ণ এবং ৪ টি রৌপ্যপদক জিতেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ২৭, ২০২৪ ১৯:১৫ Asia/Dhaka
  • স্পিডওয়ে দুবাই প্রতিযোগিতায় ইরানি সাঁতারুদের স্বর্ণ ও রৌপ্য পদক জয়
    স্পিডওয়ে দুবাই প্রতিযোগিতায় ইরানি সাঁতারুদের স্বর্ণ ও রৌপ্য পদক জয়

পার্স টুডে- ইরানি সাঁতারুরা স্পিডো দুবাই প্রতিযোগিতায় একটি স্বর্ণ এবং ৪ টি রৌপ্যপদক জিতেছেন।

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে ২৭ তম স্পিডো দুবাই সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ইংল্যান্ড, আয়ারল্যান্ড, জার্মানি, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ওমান, জর্ডান, ভারত ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের প্রায় ৭০০ সাঁতারু এই প্রতিযোগিতায় অংশ নেন।

পার্সটুডে জানিয়েছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের দুই সাঁতারু আমিরেজা নাইমান এবং হোমার আব্বাসী এই প্রতিযোগিতায় একটি স্বর্ণপদক এবং ৪ টি রৌপ্যপদক জিতেছেন।

হোমার আব্বাসি ৫০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে স্বর্ণপদক এবং ২০০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে রৌপ্যপদক জিতেছেন। অপর ইরানি সাঁতারু, আমিররেজা নাইমান ৫০ মিটার, ১০০ মিটার এবং ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে রৌপ্যপদক জিতেছেন।#

পার্সটুডে/জিএআর/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।