স্পর্শকাতর স্থাপনাগুলো রক্ষায় নতুন ও অজানা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা
https://parstoday.ir/bn/news/iran-i145686-স্পর্শকাতর_স্থাপনাগুলো_রক্ষায়_নতুন_ও_অজানা_আকাশ_প্রতিরক্ষা_ব্যবস্থার_পরীক্ষা
পার্সটুডে- ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জয়েন্ট হেডকোয়ার্টারের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাদের রাহিমজাদে বলেছেন, সেনাবাহিনী ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির যৌথ উদ্যোগে ইরানের স্পর্শকাতর স্থাপনাগুলোর সুরক্ষায় নয়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ০৭, ২০২৫ ০৯:৪৭ Asia/Dhaka
  • স্পর্শকাতর স্থাপনাগুলো রক্ষায় নতুন ও অজানা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা

পার্সটুডে- ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জয়েন্ট হেডকোয়ার্টারের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাদের রাহিমজাদে বলেছেন, সেনাবাহিনী ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির যৌথ উদ্যোগে ইরানের স্পর্শকাতর স্থাপনাগুলোর সুরক্ষায় নয়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে।

আগামী কয়েকদিনের মধ্যে সশস্ত্র বাহিনীর এক যৌথ মহড়ায় শক্তিমত্তার সঙ্গে ইরানের আকাশসীমা রক্ষা করার বিষয়টি প্রদর্শনের উদ্দেশ্যে এই ব্যবস্থার পরীক্ষা চালানো হবে।

জেনারেল রাহিমজাদে আইআরআইবিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, বার্ষিক নিখুঁত পরিকল্পনা ও কর্মসূচির ভিত্তিতে দেশজুড়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার এই মহড়া অনুষ্ঠিত হবে। আগামী কয়েকদিনের মধ্যে ইরানের সশস্ত্র বাহিনীর শক্তিমত্তা প্রদর্শন করার উদ্দেশ্যে এ মহড়া চালানো হবে। পার্সটুডে জানাচ্ছে, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জয়েন্ট হেডকোয়ার্টারের কমান্ডার বলেন: আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার এ মহড়া হবে বিশাল এবং শত্রুকে ভড়কে দিতে ও এই ব্যবস্থার নিরাপত্তা সুরক্ষিত রাখতে এটির সক্ষমতার খুব সামান্য অংশ প্রদর্শিত হবে।

ইরানের সশস্ত্র বাহিনীর ‘একতেদার’ বা ‘শক্তিমত্তা’ নামক মহড়া রোববার শুরু হয়েছে এবং তা আগামী দু’মাস ধরে চলবে। ইরানের আকাশ, স্থল ও পানিসীমাজুড়ে এই বিশাল মহড়া অনুষ্ঠিত হচ্ছে।#

 পার্সটুডে/এমএমআই/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।