'বিশ্বে সবচেয়ে জটিল এবং বিস্ময়কর বিমান অভিযান পরিচালনায় ইরানের নাম রয়েছে'
(last modified Wed, 08 Jan 2025 10:29:25 GMT )
জানুয়ারি ০৮, ২০২৫ ১৬:২৯ Asia/Dhaka
  • 'বিশ্বে সবচেয়ে জটিল এবং বিস্ময়কর বিমান অভিযান পরিচালনায় ইরানের নাম রয়েছে'

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিমান বাহিনীর কমান্ডার বলেছেন, বিমান বাহিনীর বিশেষ অভিযান '১৪০ এইচ৩' অভিজ্ঞ এবং চৌকস কমান্ডারদের বুদ্ধিদীপ্ত কর্মকাণ্ডের ফসল। আজকের সবচেয়ে জটিল এবং বিস্ময়কর আকাশ প্রতিরক্ষার জগতে এই অভিযান ইরানের ইতিহাসে রেকর্ড হয়ে থাকবে।

ইরানের বিমান বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মির হামিদ ওয়াহেদি শত্রুদের বিমান শক্তি ধ্বংস করার ক্ষেত্রে বিমান বাহিনীর ভূমিকার কথা উল্লেখ করে বলেন,যখন ইরাকের বাথ সরকার ইসলামি ইরানের ভূখণ্ডে প্রথম হামলা চালায় তখন সেনাবাহিনীর বিমান ইউনিট কোনো রকম দেরি না করেই ইরাকের সামরিক ঘাঁটি, তেল স্থাপনা এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোতে হামলা চালায়। পার্সটুডের খবর অনুযায়ী, ব্রিগেডিয়ার জেনারেল ওয়াহেদি বলেছেন, ইরানের বিমান বাহিনী অনেক গুরুত্বপূর্ণ অভিযান সম্পন্ন করেছে। কিন্তু ১৪০ এইচ৩  অভিযান যেখানে ৩০০টির বেশি যুদ্ধ বিমান অংশ নিয়েছিল তারা শত্রুর ভূখন্ডে হাজার হাজার কিলোমিটার পথ অনুপ্রবেশ ছাড়াও ইরাকের বাথ শাসক গোষ্ঠীর গুরুত্বপূর্ণ অবকাঠামো ও অবস্থান ধ্বংস করতে সক্ষম হয়েছিল।    

বিমান বাহিনীর পাইলটদের উচ্চ বুদ্ধিমত্তা এবং দক্ষতার কথা উল্লেখ করে ওয়াহেদি জোর দিয়ে বলেন, " ১৪০ এইচ৩"- অভিযানে আটটি ফ্যান্টম ফাইটার বিমান খুব কম উচ্চতায় জর্ডান সীমান্তে বাথ শাসনের তিনটি ঘাঁটি ধ্বংসের পাশাপাশি ৫০টির  বেশি শত্রু যুদ্ধবিমান ধ্বংস করে।#

পার্সটুডে/এমবিএ/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।