ইরান ২০০০ কিলোমিটার পাল্লার হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র উন্মোচনের খবর দিল
(last modified Mon, 10 Feb 2025 10:04:22 GMT )
ফেব্রুয়ারি ১০, ২০২৫ ১৬:০৪ Asia/Dhaka
  • • ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌ কমান্ডার অ্যাডমিরাল আলিরেজা তাংসিরি
    • ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌ কমান্ডার অ্যাডমিরাল আলিরেজা তাংসিরি

পার্সটুডে - ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌ কমান্ডার অ্যাডমিরাল আলিরেজা তাংসিরি ২০০০ কিলোমিটার পাল্লার হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র উন্মোচনের ঘোষণা দিয়েছেন।

ইসলামী বিপ্লবের দূরদর্শী চিন্তাধারার বিকাশ, পশ্চিম তীরে চার ফিলিস্তিনির শহীদ হওয়া, মার্কিন শুল্ক নীতির ব্যাপারে ইউরোপের তাৎক্ষণিক প্রতিক্রিয়া এবং সৌদি আরবের বিরুদ্ধে নেতানিয়াহুর বক্তব্যের ব্যাপারে আরব লীগের মহাসচিবের প্রতিক্রিয়াসহ ইরান এবং বিশ্বের কিছু নির্বাচিত খবর এখানে তুলে ধরা হলো:

ব্রিকস ইরানের ইসলামি বিপ্লবের চিন্তাভাবনার ফসল: রাশিয়ান প্রাচ্যবিদ

রাশিয়ান প্রাচ্যবিদ এবং ইরান বিশেষজ্ঞ এলেনা দুনায়েভা গত কয়েক দশকে আন্তর্জাতিক কাঠামোতে পরিবর্তনের প্রক্রিয়ার কথা উল্লেখ করে বলেছেন: "ব্রিকস এবং সাংহাই সহযোগিতা সংস্থার মতো প্রতিষ্ঠানের গঠন ইরানের ইসলামি বিপ্লবের দূরদর্শী চিন্তাধারণার বিকাশ এবং সম্প্রসারণেরই ফসল।" দুনায়েভা আরও বলেন: "ইরানের ইসলামী বিপ্লব ছিল বিংশ শতাব্দীর শেষের দিকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর মধ্যে একটি এবং বিশ্বে এ বিপ্লবের অনেক প্রভাব রয়েছে।" সমসাময়িক ইতিহাসে ডক্টরেট ডিগ্রিধারী এই রাশিয়ান প্রাচ্যবিদ উল্লেখ করেছেন: "বর্তমান যুগেও, আন্তর্জাতিক ব্যবস্থার উপর ইসলামী বিপ্লবের প্রভাব অব্যাহত রয়েছে।" রাশিয়ান একাডেমি অফ সায়েন্সেসের ইনস্টিটিউট অফ ওরিয়েন্টাল স্টাডিজের একজন সিনিয়র বিশেষজ্ঞ বলেছেন: "ইসলামী বিপ্লবের একটি স্লোগান ছিল "পূর্বও নয়, পশ্চিমও নয়", যার অর্থ ছিল বিশ্বের অন্যান্য দেশের উপর পরাশক্তিগুলোর আধিপত্য দূর করা।" সেই সময়ে, বিশেষ করে সোভিয়েত ইউনিয়নের নাগরিকদের মধ্যে, এই স্লোগানটি বোধগম্য এবং গ্রহণযোগ্য ছিল না, কিন্তু এখন আমরা এমন এক যুগে বাস করছি যখন বৈশ্বিক কাঠামো পরিবর্তিত হচ্ছে, এবং এটা লক্ষ করা যাচ্ছে যে ব্রিকস এবং সাংহাই সহযোগিতা সংস্থার মতো প্রতিষ্ঠানের গঠন ইসলামী বিপ্লবের দূরদর্শী চিন্তাধারণার বিকাশ এবং সম্প্রসারণেরই ফলাফল।

ফিলিস্তিন/ পশ্চিম তীরে চার ফিলিস্তিনি শহীদ

খান ইউনিসের পূর্বে এবং গাজা শহরের দক্ষিণে ইসরায়েলি সৈন্যদের গুলি বর্ষণে আবারও চারজন নিরীহ ফিলিস্তিনি শহীদ হয়েছে।

 

ইউরোপ/  মার্কিন শুল্ক নীতির ব্যাপারে ইউরোপের তাৎক্ষণিক প্রতিক্রিয়া

জার্মান চ্যান্সেলর ওলাফ শুলজ সতর্ক করে বলেছেন যে যদি আমেরিকা ইইউ পণ্যের উপর শুল্ক আরোপ করে, তাহলে ইউরোপীয়রা "এক ঘন্টার মধ্যে" প্রতিক্রিয়া জানাবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার মার্কিন মিত্রদের পণ্যের উপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। গত সপ্তাহে, তিনি চীন, মেক্সিকো এবং কানাডার উপর শুল্ক ঘোষণা করেছিলেন, কিন্তু কয়েক ঘন্টা পরেই মেক্সিকো এবং চীনের উপর এক মাসের জন্য শুল্ক স্থগিতের ঘোষণা দেন।

এশিয়া/ গাজাবাসীদের কেউ বহিষ্কার করতে পারবে না: এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন যে আমরা ফিলিস্তিনি জনগণকে তাদের ভূমি থেকে বহিষ্কারের যে কোনও প্রচেষ্টার বিরোধিতা করি। তিনি আরও বলেন: "গাজার জনগণকে বহিষ্কার করার ক্ষমতা কারো থাকবে না।" এর আগে, তুর্কি পার্লামেন্টের স্পিকার নুমান কুরতুলমাস বলেছিলেন যে ফিলিস্তিনের মুসলিম ও খ্রিস্টানদের ভূমি ট্রাম্প কিংবা তার মিত্রদের কাছে বিক্রির জন্য নয় বরং এটি ফিলিস্তিনি জনগণের সম্পত্তি এবং এটা তাদের স্বদেশ।

দক্ষিণ এশিয়া/ প্রতিরক্ষা খাতে রাশিয়া আমাদের নির্ভরযোগ্য অংশীদার: ভারত

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন যে নয়াদিল্লি রাশিয়াকে প্রতিরক্ষা খাতে একটি নির্ভরযোগ্য এবং দীর্ঘস্থায়ী অংশীদার বলে মনে করে। সোমবার দক্ষিণ ভারতের ইয়েলাহাঙ্কা বিমান ঘাঁটিতে অ্যারো ইন্ডিয়া ২০২৫ আন্তর্জাতিক সামরিক প্রদর্শনী উদ্বোধন হতে চলেছে এবং রাশিয়াও এতে অংশগ্রহণ করছে বলে এই মন্তব্য করা হল।

আফ্রিকা/ সৌদি আরবের বিরুদ্ধে নেতানিয়াহুর বক্তব্যের ব্যাপারে আরব লীগের মহাসচিবের প্রতিক্রিয়া

সৌদি আরবে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গেইত। তিনি বলেন: "নেতানিয়াহু যে যুক্তি তুলে ধরেছেন তা অগ্রহণযোগ্য এবং এ থেকে প্রমাণিত হয় যে তিনি বাস্তবতা বঝতে অক্ষম।" ১৯৬৭ সালে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড ছাড়া আর কোথাও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে না এবং এর রাজধানী হবে পূর্ব জেরুজালেম।

 

ইহুদিবাদী শাসনব্যবস্থা / ট্রাম্পের গাজা পরিকল্পনা অলীক এবং অকার্যকর: ইহুদ বারাক এহুদ

ইসরাইলি প্রধানমন্ত্রী ইহুদ বারাক গাজা দখলের জন্য ট্রাম্পের পরিকল্পনাকে অকার্যকর বলে বর্ণনা করেছেন। বারাক স্বীকার করেছেন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা উপত্যকা খালি করে সেখান থেকে ২০ লক্ষ ফিলিস্তিনিকে সরিয়ে নেওয়ার চিন্তা অলীক কল্পনা ছাড়া আর কিছু নয়। তিনি আরও বলেন: "এই পরিকল্পনা আমেরিকার অভ্যন্তরীণ রাজনৈতিক সুবিধা হাসিলের জন্য নেতানিয়াহুকে রাজনৈতিকভাবে সমর্থন করার প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়।"

ইরান / ২০০০ কিলোমিটার পাল্লার হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র উন্মোচনের খবর

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌ কমান্ডার অ্যাডমিরাল আলিরেজা তাংসিরি ২০০০ কিলোমিটার পাল্লার হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র উন্মোচনের খবর দিয়েছেন। অ্যাডমিরাল তাংসিরি বলেন: "এই সমস্ত ক্ষেপণাস্ত্রগুলো স্মার্ট এবং কৃত্রিম বুদ্ধিমত্তার উপর ভিত্তি করে ডিজাইন এবং তৈরি করা হয়েছে এবং এগুলো আগামী বছর উন্মোচিত হবে।" সেনাবাহিনী, আইআরজিসি এবং বাসিজ নৌবাহিনীর সহযোগিতায় ইরানের ২,২০০ কিলোমিটার উপকূলরেখাকে সশস্ত্র করার প্রচেষ্টা চালানো হয়েছে জানিয়ে তিনি আরও বলেন: "এই উপকূলীয় অঞ্চলের উচ্চতা অনেক বিশাল এবং আইআরজিসির নৌ সরঞ্জামগুলো এই পার্বত্য এলাকার নীচে রাখা আছে যাতে বাঙ্কার ব্লাস্টার বোমা দিয়ে সেগুলোকে কেউ ধ্বংস করতে না পারে। #

পার্সটুডে/রেজওয়ান হোসেন/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।