ইউরোপীয় দেশগুলোর সঙ্গে পারস্পরিক সম্মানের ভিত্তিতে সংলাপে বসতে প্রস্তুত ইরান
https://parstoday.ir/bn/news/iran-i148074-ইউরোপীয়_দেশগুলোর_সঙ্গে_পারস্পরিক_সম্মানের_ভিত্তিতে_সংলাপে_বসতে_প্রস্তুত_ইরান
ইউরোপীয় দেশগুলোর সঙ্গে পারস্পরিক সম্মান ও যৌথ স্বার্থের ভিত্তিতে সংলাপে বসতে নিজের প্রস্তুতি ঘোষণা করেছে ইরান। নেদারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্ডক্যাম্পের সঙ্গে শনিবার এক ফোনালাপে তেহরানের এ প্রস্তুতি ঘোষণা করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মার্চ ১৬, ২০২৫ ০৯:৪৭ Asia/Dhaka
  • সাইয়্যেদ আব্বাস আরাকচি
    সাইয়্যেদ আব্বাস আরাকচি

ইউরোপীয় দেশগুলোর সঙ্গে পারস্পরিক সম্মান ও যৌথ স্বার্থের ভিত্তিতে সংলাপে বসতে নিজের প্রস্তুতি ঘোষণা করেছে ইরান। নেদারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্ডক্যাম্পের সঙ্গে শনিবার এক ফোনালাপে তেহরানের এ প্রস্তুতি ঘোষণা করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি।

ফোনালাপে ইরান ও নেদারল্যান্ডের দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যুতে দুই শীর্ষ কূটনীতিক কথা বলেন।

এ সময় অন্যান্য দেশের সঙ্গে ইসলামি প্রজাতন্ত্র ইরান শক্তিশালী কূটনৈতিক সম্পর্ক রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেন আরাকচি। তিনি বলেন, “ইরান পারস্পরিক সম্মান ও যৌথ স্বার্থের ভিত্তিতে ইউরোপের সঙ্গে সংলাপে বসতে প্রস্তুত।”

এ সময় ভেল্ডক্যাম্প ইরানের সঙ্গে তার দেশের দীর্ঘকালের সম্পর্কের কথা স্মরণ করেন। তিনি আঞ্চলিক পরিস্থিতিতে ইরানের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপরও জোর দেন। আন্তঃসরকারীয় সম্পর্কের ক্ষেত্রে মতপার্থক্য নিরসনে সব ধরনের কূটনৈতিক প্রচেষ্টা কাজে লাগানো উচিত বলে ডাচ পররাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেন।

পারস্য উপসাগরে অবস্থিত তিনটি ইরানি দ্বীপ নিয়ে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে তেহরানের মতবিরোধ প্রসঙ্গেও কথা বলেন ভেল্ডক্যাম্প। তিনি বলেন, এটি তেহরান ও আবুধাবির দ্বিপক্ষীয় বিষয় এবং নেদারল্যান্ড মনে করে আন্তর্জাতিক আইন মেনে দ্বিপক্ষীয় সকল বিষয়ের সমাধান হওয়া উচিত।

উল্লেখ্য, পারস্য উপসাগরে অবস্থিত তিনটি ইরানে দ্বীপ গ্রেটার তুম্ব, লেসার তুম্ব ও আবু মূসার মালিকানা দাবি করে আসছে আরব আমিরাত। তবে তেহরান বলেছে, হাজার হাজার বছর ধরে দ্বীপগুলো ইরানের ছিল, আছে ও থাকবে এবং এগুলোর ওপর অন্য কোনো দেশের সার্বভৌমত্ব ইরান মেনে নেবে না। #

পার্সটুডে/এমএমআই/এমএআর/১৬