কারাজের টিউলিপ উৎসব: ইরানে মধ্যপ্রাচ্যের বৃহত্তম ফুলের কার্পেটের প্রদর্শনী
https://parstoday.ir/bn/news/iran-i148464-কারাজের_টিউলিপ_উৎসব_ইরানে_মধ্যপ্রাচ্যের_বৃহত্তম_ফুলের_কার্পেটের_প্রদর্শনী
পার্সটুডে-পশ্চিম তেহরানের কারাজে চলছে ১১তম টিউলিপ উৎসব।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
এপ্রিল ০৭, ২০২৫ ১৮:১৭ Asia/Dhaka
  • ইরানে মধ্যপ্রাচ্যের ফুলের কার্পেটের বৃহত্তম প্রদর্শনী; কারাজের টিউলিপ উৎসব
    ইরানে মধ্যপ্রাচ্যের ফুলের কার্পেটের বৃহত্তম প্রদর্শনী; কারাজের টিউলিপ উৎসব

পার্সটুডে-পশ্চিম তেহরানের কারাজে চলছে ১১তম টিউলিপ উৎসব।

ইরানের কারাজের শহীদ চামরান পার্কের ফুলের বাগানগুলোতে ১১তম কারাজ টিউলিপ উৎসবে মধ্যপ্রাচ্যের বৃহত্তম ফুলের গালিচা প্রদর্শিত হচ্ছে।

শহীদ চামরান পার্ক, কারাজ

 ১১তম কারাজ টিউলিপ উৎসবে রয়েছে দুই লাখেরও বেশি টিউলিপ। ৪ এপ্রিল থেকে শুরু হয়েছে এই উৎসব, চলবে ১১ এপ্রিল পর্যন্ত। ফুল ও উদ্ভিদ প্রেমীরা স্বাগত জানাতে এবং আতিথেয়তা করতে উৎসব কর্তৃপক্ষ অপেক্ষমান।

মধ্যপ্রাচ্যের বৃহত্তম ফুলের কার্পেট প্রদর্শনী চলছে

এই উৎসবে, ২,৭০০ বর্গমিটার এলাকা জুড়ে মধ্যপ্রাচ্যের বৃহত্তম ফুলের গালিচা প্রদর্শিত হচ্ছে। 

টিউলিপ উৎসব

 এই উৎসবে, বিচিত্র মৌসুমী ফুল এবং ড্যাফোডিলের মতো উদ্ভিদের পাশাপাশি বিভিন্ন রঙের ২০ টিরও বেশি প্রজাতির টিউলিপ প্রদর্শিত হয়েছে।

টিউলিপ উৎসবে ইরানি শিশু

 

টিউলিপ উৎসবে বেড়াচ্ছেন ইরানি পরিবার

 

টিউলিপ উৎসবের স্থান শহীদ চামরান পার্কের দৃশ্য

 

শিশু থেকে বৃদ্ধ সকলেই টিউলিপ দেখতে আসে

 

শহীদ চামরান পার্ক, কারাজ

 

শহীদ চামরান পার্ক, কারাজ

পার্সটুডে/নাসির মাহমুদ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।