ইরানের লক্ষ্য সৌরকোষ অপ্টিমাইজ করা থেকে ৩৬ হাজার কিলোমিটার কক্ষপথে পৌঁছানো
-
ইরানের লক্ষ্য ৩৬ হাজার কিলোমিটার কক্ষপথে পৌঁছানো
পার্সটুডে-ইরানি এক গবেষক দ্বি-মাত্রিক পেরভস্কাইট সোলার সেল উপকরণ ব্যবহার করে ত্রি-মাত্রিক পেরভস্কাইট ন্যানোপোরাস সৌরকোষ তৈরি করা এবং অপ্টিমাইজ করার পরিকল্পনা বাস্তবায়নে সফল হয়েছেন।
সাম্প্রতিক বছরগুলোতে জ্বালানি সংকট বিশ্বের বিভিন্ন দেশকে জ্বালানি-সম্পর্কিত বিষয়গুলোকে ভিন্নভাবে বিবেচনা করতে উৎসাহিত করেছে। এর মধ্যে জ্বালানি খরচ কমানো এবং সাশ্রয় করতে, জ্বালানি সরবরাহ ও চাহিদা নিয়ন্ত্রণ করতে, দূষণকারী গ্যাস নির্গমন কমাতে, জীবাশ্ম জ্বালানির পরিবর্তে সৌরশক্তিসহ নবায়নযোগ্য শক্তি ব্যবহার করার প্রবণতা ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। পার্সটুডে আরও জানায়, গবেষক মাহনাজ মোজাফফারির ডক্টরেট থিসিসের শিরোনাম হলো: টু-ডি পেরভস্কাইট উপকরণ ব্যবহার করে থ্রি-ডি পেরভস্কাইট ন্যানোপোরাস সোলার সেল তৈরি এবং অপ্টিমাইজ করা। আব্বাস বেহজাতের নির্দেশনায় এবং ইরানের জাতীয় বিজ্ঞান ফাউন্ডেশনের সহায়তায় তিনি ওই গবেষণার কাজ সফলভাবে সম্পন্ন করেছেন।
দেশীয় জ্ঞানের ওপর নির্ভর করে ইরান কৃত্রিম বুদ্ধিমত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: ইসলামিক সহযোগিতা সংস্থা
ইসলামী সহযোগিতা সংস্থার (OIC) বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতা বিষয়ক মন্ত্রী পর্যায়ের কমিটির(COMSTEC) সমন্বয়কারী, কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে OIC'র সদস্য হিসেবে ইরানের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি বলেন: ইসলামী প্রজাতন্ত্র ইরান সকল ক্ষেত্রে বিশেষ এবং ভালো প্রযুক্তিগত সাফল্য প্রদর্শন করেছে। পাকিস্তানের জৈব রসায়ন বিভাগের একজন বিজ্ঞানী এবং ইসলামি সহযোগিতা সংস্থার সাথে যুক্ত চারটি কমিটির একটি COMSTEC-এর সমন্বয়কারী মোহাম্মদ ইকবাল চৌধুরী আরও বলেন: ইরান একটি অসাধারণ দেশ এবং ইসলামী সহযোগিতা সংস্থার একটি সক্রিয় সদস্য। এমন একটি দেশ যা স্থানীয় জ্ঞান-বিজ্ঞানের ওপর নির্ভর করে সকল ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ হতে সক্ষম হয়েছে। নিষেধাজ্ঞা সত্ত্বেও তাদের অগ্রগতি ও উন্ননি হয়েছে। আশা করা হচ্ছে ইরান কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সেসের সবচেয়ে মর্যাদাপূর্ণ জার্নালে শরীফ বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকের একটি প্রবন্ধ প্রকাশিত হয়েছে
শরীফ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা ফ্যাকাল্টির অনুষদ সদস্য ডঃ আলী এসফান্দিয়ার এবং তার গবেষণা দলের লেখা প্রবন্ধটি মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় বিজ্ঞান একাডেমি (পিএনএএস) এর সবচেয়ে মর্যাদাপূর্ণ জার্নালে প্রকাশিত হয়েছে।
ইরানের লক্ষ্য ৩৬ হাজার কিলোমিটার কক্ষপথে পৌঁছানো
ইরানের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী সাইয়েদ সাত্তার হাশেমি ঘোষণা করেছেন: ইরানি উপগ্রহগুলো এখন পৃথিবীর ৫০০ কিলোমিটার স্তরে রয়েছে। তবে ৩৬ হাজার কিলোমিটার কক্ষপথে পৌঁছানোর লক্ষ্যে কাজ চলছে।#
পার্সটুডে/এনএম/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।