নিষেধাজ্ঞা সত্ত্বেও দুই মাসে তেল-বহির্ভূত বাণিজ্য থেকে ৮.২ বিলিয়ন ডলার আয় ইরানের
https://parstoday.ir/bn/news/iran-i149766-নিষেধাজ্ঞা_সত্ত্বেও_দুই_মাসে_তেল_বহির্ভূত_বাণিজ্য_থেকে_৮.২_বিলিয়ন_ডলার_আয়_ইরানের
নিষেধাজ্ঞা সত্ত্বেও গত দুই মাসে ইরানের তেল-বহির্ভূত রপ্তানি ৮.২৪১ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
জুন ০৭, ২০২৫ ২০:১১ Asia/Dhaka
  • নিষেধাজ্ঞা সত্ত্বেও দুই মাসে তেল-বহির্ভূত বাণিজ্য থেকে ৮.২ বিলিয়ন ডলার আয় ইরানের

নিষেধাজ্ঞা সত্ত্বেও গত দুই মাসে ইরানের তেল-বহির্ভূত রপ্তানি ৮.২৪১ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

ইরানের কাস্টমস বিভাগের প্রধান "ফুরুদ আসকারি" সম্প্রতি একটি প্রতিবেদনে জানিয়েছেন যে গত দুই মাসে (এপ্রিল ও মে) ইরানের তেল-বহির্ভূত রপ্তানির পরিমাণ ২৪ মিলিয়ন ৬২২ হাজার টনে পৌঁছেছে এবং এর মূল্য ৮.২৪১ বিলিয়ন ডলার। পার্সটুডে অনুসারে, আসকারি আরও বলেছেন, গত বছরের একই সময়ের তুলনায় রপ্তানিকৃত পণ্যের এই পরিমাণ ৪.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তার মতে, গত দুই মাসে চীন ২.৪২৫ বিলিয়ন ডলার, ইরাক ১.৫০০ বিলিয়ন ডলার, সংযুক্ত আরব আমিরাত ১.৯৪ বিলিয়ন ডলার, তুরস্ক ৬৭৩ মিলিয়ন ডলার, আফগানিস্তান ৩৭৪ মিলিয়ন ডলার, পাকিস্তান ৩২২ মিলিয়ন ডলার এবং ওমান ৩০৫ মিলিয়ন ডলার ইরানের তেল-বহির্ভূত রপ্তানির সাতটি প্রধান গন্তব্যস্থল ছিল।

উল্লেখ্য,২০২৪ সালের বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুসারে, এই অঞ্চলে ভূ-রাজনৈতিক উত্তেজনা সত্ত্বেও ইরান গত তিন বছরে পাঁচ শতাংশেরও বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি রেকর্ড করেছে এবং এই সময়ের মধ্যে বেকারত্বের হার ৭.৪ শতাংশে নেমে এসেছে।#

পার্সটুডে/এমবিএ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।