বেন গুরিয়ন বিমানবন্দর ও সামরিক স্থাপনায় আইআরজিসি'র ক্ষেপণাস্ত্র হামলা
https://parstoday.ir/bn/news/iran-i149992-বেন_গুরিয়ন_বিমানবন্দর_ও_সামরিক_স্থাপনায়_আইআরজিসি'র_ক্ষেপণাস্ত্র_হামলা
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ঘোষণা করেছে যে, ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দর এবং সামরিক কেন্দ্রগুলিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জুন ২১, ২০২৫ ১৯:৩৮ Asia/Dhaka
  • বেন গুরিয়ন বিমানবন্দর ও সামরিক স্থাপনায় আইআরজিসি'র ক্ষেপণাস্ত্র হামলা

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ঘোষণা করেছে যে, ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দর এবং সামরিক কেন্দ্রগুলিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

আইআরজিসির ১৫ তম বিবৃতিতে বলা হয়েছে, আজ শনিবার ভোরে তারা বেন গুরিয়ন বিমানবন্দর এবং কিছু সামরিক সদর দপ্তরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

ট্রু প্রমিজ ৩-এর ১৮তম ধাপ শুরু করেছে। আজকের হামলায় তারা শাহেদ-১৩৬ এর মতো অসংখ্য আত্মঘাতী এবং যুদ্ধ ড্রোন একইসাথে নির্ভুলভাবে কঠিন-জ্বালানি এবং তরল-জ্বালানি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।

বিবৃতি অনুযায়ী,আইআরজিসি বেন গুরিয়ন বিমানবন্দর এবং সামরিক কেন্দ্রগুলোর লজিস্টিক সেন্টারে হামলা চালিয়ে ধ্বংস করেছে। ইসরাইলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানি ড্রোনগুলিকে বাধা দিতে ব্যর্থ হয়েছে। ইরানের হামলার পর ইসরাইলিরা আশ্রয়কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

ইসরাইলি সংবাদমাধ্যম জানিয়েছে, সর্বশেষ আক্রমণের সময় দশটি ইরানি ক্ষেপণাস্ত্রের মধ্যে ছয়টি তাদের লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।#