ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা
৭০ শতাংশের বেশি আফগান নাগরিক স্বেচ্ছায় তাদের দেশে ফিরে গেছেন
পার্সটুডে - ৭০ শতাংশেরও বেশি আফগান নাগরিক স্বেচ্ছায় তাদের দেশে ফিরে গেছেন বলে জানিয়েছেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী।
ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এস্কান্দার মোমেনি সোমবার সাংবাদিকদের বলেছেন, ৭০ শতাংশেরও বেশি আফগান নাগরিক স্ব-পরিচয়ের ভিত্তিতে তাদের দেশে ফিরে গেছেন। পার্সটুডে অনুসারে, মোমেনি আরো বলেন, এই বছরের শুরু থেকে প্রায় ১ মিলিয়ন দুই লাখ অবৈধ আফগান নাগরিক তাদের দেশে ফিরে গেছেন।
তিনি ইরান এবং আফগানিস্তান দুই দেশের সাধারণ ঐতিহাসিক পটভূমির কথাও উল্লেখ করে বলেন: প্রথম ধাপে প্রায় ২০ লাখ অবৈধ আফগান নাগরিক মর্যাদা এবং সম্মানের সাথে তাদের দেশে ফিরে যাবে। মোমেনি জোর দিয়ে বলেন: এর অর্থ অভিবাসন বিরোধী নয়,কারণ বিদেশী নাগরিকদের বিষয়ে প্রতিটি দেশের নিজস্ব নিয়মকানুন রয়েছে।
ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন: ইরানে ৬০ লক্ষেরও বেশি আফগান নাগরিক উপস্থিত রয়েছে এবং বছরের শেষ নাগাদ ২০ লক্ষ অবৈধ নাগরিকের প্রত্যাবর্তন আশা করা হচ্ছে।#
পার্স টুডে/এমবিএ/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।