দেশীয় অস্ত্র ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রতিরক্ষা শক্তির পথে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i151332-দেশীয়_অস্ত্র_ও_আধুনিক_প্রযুক্তির_মাধ্যমে_প্রতিরক্ষা_শক্তির_পথে_ইরান
পার্সটুডে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা ও সহায়তা মন্ত্রণালয় ২১শে আগস্ট প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষে একটি বিবৃতি জারি করেছে।
(last modified 2025-08-26T11:51:54+00:00 )
আগস্ট ২১, ২০২৫ ১৮:৪৫ Asia/Dhaka
  • দেশীয় অস্ত্র ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রতিরক্ষা শক্তির পথে ইরান

পার্সটুডে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা ও সহায়তা মন্ত্রণালয় ২১শে আগস্ট প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষে একটি বিবৃতি জারি করেছে।

ইরনার বরাত দিয়ে পার্সটুডে অনুসারে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা ও সহায়তা মন্ত্রণালয় ২১শে আগস্ট প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষে একটি বিবৃতি জারি করেছে যেখানে জোর দিয়ে বলা হয়েছে: দেশের প্রতিরক্ষা চাহিদা এবং বর্তমান বৈশ্বিক প্রযুক্তি ও মানদণ্ড অনুসারে বিভিন্ন ক্ষেপণাস্ত্র, অস্ত্র, মহাকাশ ক্ষেত্রে জাতির সন্তানদের অর্জন এবং বিভিন্ন ধরণের অস্ত্র ও সামরিক সরঞ্জামের নকশা ও উৎপাদন দেশটিকে বিদেশীদের ওপর নির্ভরতার শিখর থেকে স্বয়ংসম্পূর্ণতা ও কর্তৃত্বের শিখরে নিয়ে যেতে সক্ষম হয়েছে এবং ইসলামি প্রজাতন্ত্র ইরানকে এই অঞ্চলে প্রতিরক্ষা ও প্রতিরোধ ক্ষমতার একটি মেরুতে পরিণত করতে সক্ষম হয়েছে।

এই বিবৃতির পূর্ণাঙ্গ অংশ নিম্নরূপ:

ইরানের ইসলামী বিপ্লবের বিজয় এবং পাহলভি-নির্ভর সরকারের পতন এবং দেশের সশস্ত্র বাহিনীর ভাগ্য ও বিষয়ের উপর আমেরিকান সামরিক উপদেষ্টাদের আধিপত্যের অবসানের সাথে সাথে প্রতিরক্ষা অর্জনে স্বয়ংসম্পূর্ণতা, গতিশীলতা এবং নেতৃত্বের এক নতুন অধ্যায় শুরু হয়েছে।

দেশের প্রতিরক্ষা চাহিদা এবং আজকের প্রযুক্তি ও মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন ধরণের ক্ষেপণাস্ত্র, অস্ত্র, মহাকাশ ক্ষেত্রে এবং বিভিন্ন ধরণের অস্ত্র ও সামরিক সরঞ্জামের নকশা ও উৎপাদনে জাতির সন্তানদের সাফল্য দেশকে বিদেশীদের ওপর নির্ভরতার শিখর থেকে স্বয়ংসম্পূর্ণতা ও কর্তৃত্বের শিখরে নিয়ে যেতে সক্ষম হয়েছে এবং ইসলামি প্রজাতন্ত্র ইরানকে এই অঞ্চলে প্রতিরক্ষা ও প্রতিরোধ ক্ষমতার একটি মেরুতে পরিণত করেছে। ঐক্য ও অন্তর্দৃষ্টির ছায়ায় ইরানের মহৎ জাতি সাম্প্রতিক বারো দিনের আরোপিত যুদ্ধে এই গৌরব ও কর্তৃত্বের ফলাফল প্রত্যক্ষ করেছে এবং প্রতিরোধমূলক প্রতিরক্ষা পণ্য উৎপাদনের প্রয়োজনীয়তা নিশ্চিত করেছে।

এছাড়াও, বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যম বারবার আমাদের প্রিয় দেশের আশ্চর্যজনক ক্ষেপণাস্ত্র শক্তি সম্পর্কে প্রচার করেছে এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের শত্রুরা বুঝতে পেরেছে যে এই অঞ্চলে যেকোনো দুঃসাহসিকতা এবং ভুল গণনার প্রতিক্রিয়ায় তারা শক্তিশালী ইরানি সশস্ত্র বাহিনীর কাছ থেকে একটি খুব শক্ত থাপ্পড় খাবে।

প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী সহায়তা মন্ত্রণালয় এই গৌরবময় দিনে দেশের প্রতিরক্ষা শিল্পের মহান পরিবারকে অভিনন্দন জানাচ্ছে এবং ইসলামী বিপ্লব ও পবিত্র প্রতিরক্ষার সম্মানিত শহীদদের বিশেষ করে পবিত্র প্রতিরক্ষার বারো দিনের শহীদদের সম্মান জানাচ্ছে। সর্বোচ্চ কমান্ডার-ইন-চিফ  এর ব্যবস্থা ও আদেশের কাঠামোর মধ্যে গত ৪৬ বছরের সংগ্রামের অভিজ্ঞতা এবং সঞ্চয়ের ওপর নির্ভর করে শত্রুদের হুমকির জবাব দেওয়ার জন্য উন্নত ও প্রযুক্তিগত অস্ত্র ও সরঞ্জাম উৎপাদন,  এবং প্রস্তুত করার পাশাপাশি সক্রিয় প্রতিরক্ষা কূটনীতি আরো গভীর করা এবং স্থানীয় সক্ষমতার ওপর নির্ভর করে আবারো সর্বোচ্চ নেতা এবং সশস্ত্র বাহিনীর মাননীয় সর্বাধিনায়ক মহামান্য ইমাম খামেনেয়ীর প্রতি আনুগত্যের শপথ করছে এবং ইসলামি বিপ্লবের উচ্চ আদর্শের প্রতি অঙ্গীকারবদ্ধ এবং মেনে চলার সময় এই মন্ত্রণালয়ের সেবাকারী এবং যত্নশীল কর্মীরা শক্তি উৎপাদন এবং পুনরুৎপাদন, সশস্ত্র বাহিনীকে সশস্ত্র করার এবং দেশের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করার ক্ষেত্রে কোন প্রচেষ্টা ছাড়বে না।#

পার্স টুডে/এমবিএ/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।