বিশ্ব সম্প্রদায়ের উচিত আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারীদের জবাবদিহিতার ‌আওতায় আনা: ইরাভানি
https://parstoday.ir/bn/news/iran-i151692-বিশ্ব_সম্প্রদায়ের_উচিত_আন্তর্জাতিক_আইন_লঙ্ঘনকারীদের_জবাবদিহিতার_আওতায়_আনা_ইরাভানি
পার্সটুডে-ইরানের ফোরদো, নাতাঞ্জ এবং ইস্ফাহানের পারমাণবিক স্থাপনায় ইহুদিবাদী ইসরায়েল ও আমেরিকার হামলার কথা তুলে ধরে জাতিসংঘে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত কোনও অস্পষ্টতা ছাড়াই এই কর্মকাণ্ডের নিন্দা করা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারীদের জবাবদিহিতার আওতায় আনা।
(last modified 2025-09-06T04:13:40+00:00 )
সেপ্টেম্বর ০৫, ২০২৫ ১৪:৫৭ Asia/Dhaka
  • জাতিসংঘে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি
    জাতিসংঘে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি

পার্সটুডে-ইরানের ফোরদো, নাতাঞ্জ এবং ইস্ফাহানের পারমাণবিক স্থাপনায় ইহুদিবাদী ইসরায়েল ও আমেরিকার হামলার কথা তুলে ধরে জাতিসংঘে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত কোনও অস্পষ্টতা ছাড়াই এই কর্মকাণ্ডের নিন্দা করা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারীদের জবাবদিহিতার আওতায় আনা।

সাদাত নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, জাতিসংঘের সাধারণ পরিষদে জাতিসংঘে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরভানি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইহুদিবাদী ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বেপরোয়া  আক্রমণ সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার তত্ত্বাবধানে শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে এবং পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ চুক্তির ৪ নম্বর ধারা অনুসারে পরিচালিত এই স্থাপনাগুলিকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছিল।

এটি এমন একটি কাজ যা জাতিসংঘের সনদের নীতিসহ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এই ধরনের পদক্ষেপ বহুপাক্ষিকতার ভিত্তির ওপর সরাসরি আক্রমণ। এসব হামলা নিরস্ত্রীকরণ এবং অস্ত্রের বিস্তার রোধ ব্যবস্থার ওপর আস্থাকে দুর্বল করে দেয়। শুধু তাই নয় আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করে।

ইরাভানি জোর দিয়ে বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই এই পদক্ষেপগুলোর বিষয়ে দ্ব্যর্থহীনভাবে নিন্দা করতে হবে। আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে এবং পারমাণবিক স্থাপনাগুলির জন্য আইনি সুরক্ষা জোরদার করতে হবে যাতে শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনার নিরাপত্তা একটি অলঙ্ঘনীয় নিয়মে পরিণত হয়। অপরাধীদের কাছে স্পষ্ট বার্তা যেন পৌঁছে যে তারা কখনই এই ধরনের গুরুতর আইনের লঙ্ঘন থেকে অব্যাহতি পেতে পারে না।

ইরাভানি আরো বলেন, 'নিরাপত্তা ব্যবস্থার অধীনে পারমাণবিক স্থাপনাগুলিতে আক্রমণ করে অপরাধীরা কেবল চতুর্থ অনুচ্ছেদের অধীনে একটি সার্বভৌম রাষ্ট্রের অবিচ্ছেদ্য অধিকারই শুধু লঙ্ঘন করে না বরং পারমাণবিক অস্ত্রের বিস্তাররোধ চুক্তির বিশ্বাসযোগ্যতা এবং এর ভিত্তির ওপর আস্থাও ক্ষুণ্ন করে। যদি শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলিকে হুমকি বা বলপ্রয়োগ থেকে মুক্ত বিবেচনা করা না যায় তাহলে চুক্তি দ্বারা প্রতিশ্রুত গ্যারান্টিগুলির অর্থ কী'?#

পার্সটুডে/জিএআর/৫